ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

সমাপনীর আনুষ্ঠানিকতা বাতিল

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ১২:৫০ পিএম, ১৯ অক্টোবর ২০১৭

সাদামাটা উদ্বোধনের পর জাঁকজমকপূর্ণ সমাপনী-এশিয়া কাপ হকি নিয়ে এমন পরিকল্পনা ছিল বাংলাদেশ হকি ফেডারেশনের। ৩২ বছর পর এশিয়া কাপের আয়োজক হয়ে সমাপনী অনুষ্ঠান রাঙিয়ে দেয়ার সে পরিকল্পনা থেকে সরে এসেছে দেশের হকির অভিভাবক সংস্থাটি। এখন উদ্বোধনের মতো সমাপনীও হচ্ছে সাদামাটা।

ফাইনাল শেষে চ্যাম্পিয়ন দলের অধিনায়কের হাতে ট্রফি তুলে দেবেন প্রধান অতিথি, এর বেশি আর কিছু থাকছে না। বাংলাদেশ হকি ফেডারেশনের সহ-সভাপতি আবদুর রশিদ শিকদার ও খাজা রহমতউল্লাহ দুইজনই সমাপনী অনুষ্ঠানের সব আনুষ্ঠানিকতা বাতিলের বিষয়টি নিশ্চিত করেছেন। আতশবাজিসহ নানা আয়োজনের পরিকল্পনা ছিল সমাপনী অনুষ্ঠানের।

২২ অক্টোবর ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আরআই/এমএমআর/আইআ

আরও পড়ুন