ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

যুবরাজের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৯:২২ এএম, ১৯ অক্টোবর ২০১৭

সময়টা ভালো যাচ্ছে না ভারতীয় তারকা ক্রিকেটার যুবরাজ সিংয়ের। অনেকদিন থেকেই উপেক্ষিত জাতীয় দলে। এর মধ্যে আরো একটি দুঃসংবাদ পিছু নিয়েছে তার জীবনে। ভারতীয় এই ক্রিকেটারের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ এনেছেন তার ভাবি। এ কারণে জেলও হতে পারে এ ক্রিকেটারের।

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, যুবরাজের ভাবি আকাঙ্ক্ষা সিং তার স্বামী জরওয়ার সিং(যুবরারেজ ভাই), শ্বাশুড়ি শবনম সিং (যুবরাজের মা) এবং যুবরাজ সিংয়ের বিরুদ্ধে পারিবারিক নির্যাতনের অভিযোগ এনেছেন।

আকাঙ্ক্ষা বলেন, ‘আমি না কেঁদে একটি দিনও ঘুমাতে পারিনি।’

এদিকে আকাঙ্ক্ষার আইনজীবী স্বাতী সিং বলেছেন, ‘তিনজনের বিরুদ্ধে পারিবারিক নির্যাতনের অভিযোগ এনেছেন আকাঙ্ক্ষা। পারিবারিক নির্যাতন বলতে শুধু শারীরিক নিগ্রহই বোঝায় না, সেটা মানসিক ও আর্থিক নিপীড়নও হতে পারে।’

আর যুবরাজের অপরাধ সম্পর্কে তিনি বলেন, ‘তার মা ও ভাই যে সময় আকাঙ্ক্ষার ওপর নির্যাতন চালাতেন, সে সময় যুবরাজ ঘটনার সাক্ষী থেকেছেন। তা ছাড়া তার মা যখন ভাবীকে সন্তান নেওয়ার জন্য চাপ দিতেন, যুবরাজও তাতে সমর্থন দিতেন।’

এমআর/পিআর

আরও পড়ুন