ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ওমানকে হারিয়ে পঞ্চমের লড়াইয়ে জাপান

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৭:০৫ পিএম, ১৮ অক্টোবর ২০১৭

দশম এশিয়া কাপ হকির স্থাননির্ধারণী পর্বের প্রথম ম্যাচে জাপান ৫-৩ গোলে হারিয়েছে ওমানকে। এ জয়ে জাপানের সামনে তৈরি হলো পঞ্চম হওয়ার সুযোগ। বাংলাদেশ ও চীনের মধ্যকার ম্যাচের বিজয়ী দলের সঙ্গে পঞ্চম হওয়ার লড়াইয়ে নামবে জাপান। হেরে যাওয়ায় ওমানের সামনে সুযোগ সপ্তম হওয়ার। তারা লড়বে বাংলাদেশ-চীন ম্যাচের পরাজিত দলের সঙ্গে।

বুধবার মাওলানা ভাসানী স্টেডিয়ামে জাপান ও ওমানের ম্যাচটি প্রাণবন্ত হয়েছিল গোল পাল্টা গোলে। ওমান প্রথম গোল করেও মাঠ ছেড়েছে জাপানের কাছে হেরে। তবে মধ্যপ্রাচ্যের দলটি এ টুর্নামেন্টের প্রথম থেকেই দেখিয়ে আসছে তাদের লড়াকু মনোভাব। এখনো কোনো ম্যাচ জিততে না পারলেও ইতিবাচক হকিই খেলেছে তারা।

দ্বিতীয় মিনিটে পিছিয়ে পড়া জাপান ৯, ২১ ও ২৩ মিনিটে গোল করে ৩-১ ব্যবধানে এগিয়ে যায়। ২৪ মিনিটে ওমান ব্যবধান কমালে আবার জমে উঠে ম্যাচ। ২৯ আর ৩৪ মিনিটে জাপান আরও দুই গোল করে ম্যাচটা নিয়ে নেয় নিজেদের দিকে। ৫০ মিনিটে ওমান তৃতীয় গোল করলেও ম্যাচে আর ফেরা হয়নি।

আরআই/বিএ