ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

জয় পেল বাংলাদেশ এ দল

প্রকাশিত: ০৮:৪৬ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০১৪

কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে চার দিনের ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ ‘এ’ দল। সফরকারী জিম্বাবুয়ে ‘এ’ দলকে তারা হারিয়েছে ৬ উইকেটে। ম্যাচে বাংলাদেশ ‘এ’ দলকে নেতৃত্ব দিয়েছেন নাঈম ইসলাম।

দলের জয়ে বড় ভূমিকা রেখেছেন বাঁহাতি স্পিনার সাকলাইন সজিব। প্রথম ইনিংসে ৯ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে তিনি নিয়েছেন আরো ৬টি উইকেট। প্রথম শ্রেণীর ক্রিকেটে বাংলাদেশের ইতিহাসে এটি বিরল ঘটনা। রেকর্ড গড়ে সজিব ১৩২ রানের বিনিময়ে দুই ইনিংসে মোট ১৫টি উইকেট দখল করেন। প্রথম ইনিংসে তিনি ৮২ রানে ৯টি এবং দ্বিতীয় ইনিংসে ৫০ রানে ৬টি উইকেট নিয়েছেন সজিব। এ স্পিনারের এর আগে ১১৩ রানে ১৩ উইকেট ছিল সেরা বোলিং।

সজিবের বোলিং জাদুতে প্রথম ইনিংসে মাত্র ২০৬ রানেই অল-আউট হয় সফরকারীরা। জবাবে ধীরগতির ব্যাটিংয়ের পরিচয় দিয়ে স্বাগতিকরা প্রথম ইনিংসে করে ২১১ রান। মাত্র ৫ রানের লিড নিয়ে বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে জিম্বাবুয়ে ‘এ’ দল দ্বিতীয় ইনিংসেও সজিবের জাদুতে কুপোকাত হয়ে পড়ে। মাত্র ১০৮ রান করেই গুটিয়ে যায় তাদের দ্বিতীয় ইনিংস।

১০৫ রানের জয়ের টার্গেটে ব্যাটিংয়ে নেমে লিটন কুমারের ৪২ রানে ভর করে এবং নাঈম-ফরহাদের ৩৩ রানের ছোট জুটিতে জয় পায় বাংলাদেশের যুবারা। ৪ উইকেট হারিয়ে ৬ উইকেটের জয় তুলে নেয় নাঈমবাহিনী। ১৫ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন সজিব।