ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

নিষেধাজ্ঞার পর প্রথম ট্রফি শারাপোভার

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০১:২৭ পিএম, ১৫ অক্টোবর ২০১৭

দুই বছরেরও বেশি সময় পর ডব্লিউটিএ ট্রফি জিতলেন গ্ল্যামারকুইন মারিয়া শারাপোভা।

রোববার তিয়ানজিন ওপেনে বেলারুশের টিনেজার অ্যারিনা সাবালেঙ্কাকে ৭-৫, ৭ (১০)-৬ (৮) সেটে হারিয়েছেন রাশিয়ান এই টেনিস ললনা। ডোপপাপে নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার পর এটি তার প্রথম শিরোপা।

দীর্ঘ ১৫ মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে গত এপ্রিলে কোর্টে ফিরেন শারাপোভা। বিরতির ধাক্কাটা কাটাতে বেশ সময় লেগেছে তার। তিয়ানজিন ওপেনেও শুরুর দিকে সার্ভ করতে বেশ সংগ্রাম করতে দেখা গেছে শারাপোভাবে।

তবে প্রথম সেটে ৪-১ ব্যবধানে পিছিয়ে পড়ার পরও দারুণভাবে লড়াইয়ে ফিরেন প্রমীলা টেনিসের সাবেক এই নাম্বার ওয়ান।

বেলারুশের অ্যারিনা সাবালেঙ্কা এবারই প্রথমবারের মত ডব্লিউটিএ ফাইনাল খেলেছেন। প্রথমবারই তাকে পুড়তে হলো স্বপ্নভঙ্গের বেদনায়। আর শারাপোভা তার সর্বশেষ শিরোপা জিতেছিলেন ২০১৫ সালের মে মাসে ইতালিয়ান ওপেনে।

এমএমআর/জেআইএম

আরও পড়ুন