ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

তামিম খেলবেন তো!

ক্রীড়া প্রতিবেদক | প্রকাশিত: ১১:০১ এএম, ১৪ অক্টোবর ২০১৭

ইনজুরির কবলে পড়ে ব্লুমফন্টেইনে দ্বিতীয় টেস্টে খেলতে পারেনি দেশ সেরা ওপেনার তামিম ইকবাল। সংশয় তৈরি হয়েছিল তার ওয়ানডেতেও খেলা নিয়েও। কারণ, বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকা আমন্ত্রিত একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে খেলতে পারেননি তিনি। যদিও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে তামিমের খেলা নিয়ে সংশয়ের মেঘ অনেকটাই দুর করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান ।

আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডে সাংবাদিকদের সাথে আলাপকালে তামিমের খেলা সম্পর্কে মন্তব্য করতে গিয়ে তিনি জানিয়েছেন, ‘তামিম ৮০ ভাগই সুস্থ্য আছে। আমি আশাবাদী, প্রথম ওয়ানডেতেও তাকে মাঠে দেখা যাবে।’

আকরাম খান আশাবাদী। তবে, তামিম খেলতে পারবেন কী পারবেন না, তা নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। সিদ্ধান্ত হবে, আজ সন্ধ্যায় তার ফিটনেস পরীক্ষার পর। এ তথ্য জানিয়ে আকরাম খান বলেন, ‘ফিজিওর সাথে কথা হয়েছে। ওরা অনুশীলনে গেছে। ফিরলে সন্ধ্যায় পরীক্ষা করে দেখা হবে সে কতটা ফিট আছে। তারপরই সিদ্ধান্ত নেয়া হবে।’

উল্লেখ্য, আগামী ১৫ সেপ্টেম্বর (রোববার) কিম্বার্লিতে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ১৮ ও ২২ অক্টোবর।

এমএএন/আইএইচএস/আরআইপি

আরও পড়ুন