ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

সম্মান বাঁচাতে আজ মাঠে নামবে ভারত : আনন্দবাজার

প্রকাশিত: ০৫:৪৮ এএম, ২১ জুন ২০১৫

ভারতের প্রভাবশালী জাতীয় দৈনিক আনন্দবাজার বাংলাদেশের ক্রিকেটারদের প্রশংসা করে ভারতীয় দলের হতাশার কথা তুলে ধরেছে এক প্রতিবেদনে। প্রতিবেদনে বলা হয়, মুস্তাফিজকে ধাক্কা মেরে রাতারাতি খলনায়ক বনে যাওয়া ধোনি আজ নিজেদের সম্মান বাঁচাতেই মাঠে নামবেন। এজন্য আজ বিকেল তিনটায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-ভারতের মধ্যকার যুদ্ধ মূলত সম্মান বাঁচানোর যুদ্ধ।

পত্রিকাটি বলছে, যে জায়গায় আজ বাংলাদেশের থাকার কথা ছিল, সেখানে দাঁড়িয়ে ভারত। যে জায়গায় আজ ভারতের দাঁড়িয়ে থাকার কথা ছিল, সেখানে দাঁড়িয়ে বাংলাদেশ। গিলতে কষ্ট হলেও সত্যি যে, রোববার মিরপুর যুদ্ধে ভারতের হেরে যাওয়া মানে, সিরিজকে পদ্মায় ভাসিয়ে দেশে ফিরে আসা। এমনিতেই ধোনি বনাম মুস্তাফিজুর পর্ব ম্যাচ রেফারির ঘরে মিটে গেলেও আমজনতার দরবারে মেটেনি। সেখানে ভারত অধিনায়ক এখনও দোষী।

এদিকে, টিম ডিরেক্টর রবি শাস্ত্রী এ দিন ব্রেকফাস্ট টেবলে নাকি বলে ফেলেছেন যে, পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশ যা-ই করে থাকুক, বাড়তি সমীহ আর করা যাবে না। প্রথম ম্যাচে যা করতে গিয়ে ডুবতে হয়েছে। ভারতের নিজস্ব ক্রিকেট-ব্র্যান্ডকে বার করার এ বার সময় হয়েছে। যেখানে প্রথম বল থেকে প্রতিপক্ষের মাথায় চড়ে বসার লক্ষ্য থাকবে।

ভারতীয় ব্যাটিং নিয়ে আনন্দবাজার বলছে, টিম ম্যানেজমেন্টের কয়েকটা ব্যাপার নিয়ে তো প্রশ্ন থাকছে। মহেন্দ্র সিংহ ধোনি ব্যাটিং অর্ডারে কেন আরো উপরে আসছেন না, উত্তর নেই। শাস্ত্রী নিজেও তাকে কিছু এ নিয়ে বলছেন না। আর পিচ চরিত্র নিয়ে বাংলাদেশ সাংবাদিককুলের বক্তব্য যদি সত্যি হয়, তা হলে স্ট্র্যাটেজিটাও অদ্ভুত। মিরপুরের এই পাঁচ নম্বর পিচ নাকি পাকিস্তানকে কাঁদিয়ে ছেড়েছিল।

প্রতিবেদনে আরো বলা হয়, ভারত মনে করছে, বাংলাদেশ ব্যাটসম্যানরা টেকনিকের তোয়াক্কা না করে উত্তেজক ক্রিকেটে চলে যাচ্ছে। ফাস্ট বোলার পেলেই এমন তেড়ে চালাচ্ছে যে লাগলেই বাউন্ডারি! স্পিনার বেশি থাকলে সেটা হবে না। প্রমাণ গত ম্যাচে রায়নার দশ ওভার। তা ছাড়া উমেশ-মোহিত প্রথম ম্যাচে মনে রাখার মতো কিছু করেছেন, এমনও নয়।

এসকেডি/এমএস