জাপানকে উড়িয়ে দিয়ে শুভ সূচনা ভারতের
জাপানকে হারিয়ে এশিয়া কাপ হকিতে শুভ সূচনা করেছে ভারত। বুধবার মওলানা ভাসানী স্টেডিয়ামে এ দুই দলের ম্যাচ দিয়েই পর্দা উঠেছে এশিয়ার সবচেয়ে বড় এবং ঢাকায় ৩২ বছর পর শুরু হওয়া এ হকি টুর্নামেন্টের। দুইবারের চ্যাম্পিয়ন ভারত উদ্বোধনী ম্যাচে ৫-১ গোলে হারিয়েছে জাপানকে।
প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে থাকা ভারত বাকি দুই কোয়ার্টারে গোলসংখ্যা বাড়িয়ে নেয়। তৃতীয় কোয়ার্টারে ২ ও শেষ কোয়ার্টারে ১ গোল করে জয়ের ব্যবধান বড় করে ২০০৩ ও ২০০৭ এর চ্যাম্পিয়নরা।
ভারতের ৫ গোলের শেষ দুটি করেছেন হারমানপ্রিত সিং। পেনাল্টি কর্নার থেকেই শেষ কোয়ার্টারে গোল দুটি করেছেন এ স্টপার। তৃতীয় মিনিটে ভারত সমরপিত সুনিলের গোলে ভারত এগিয়ে গেলেও বেশিক্ষণ পারেনি।
পরের মিনিট ম্যাচ ফিরে প্রতিদ্বন্দ্বীতার আভাস দিয়েছিল জাপান। কিতাজাতো কেনজি জাপানের একমাত্র গোলটি করেন। তবে ধারে-ভারে এগিয়ে থাকা ভারতের বিপক্ষে জাপানিরা আস্তে আস্তে ম্যাচ থেকে ছিটকে পড়ে। শেষ পর্যন্ত বড় ব্যবধানে হেরেই এশিয়া কাপ শুরু করে জাপান।
শেষ দুই কোয়ার্টার ভারতই প্রাধান্য বিস্তার করে খেলেছে এবং তিন তিনটি গোল আদায় করে নেয়। ৩১ মিনিটে রামানদ্বীপ সিং এবং ৩৫ ও ৪৮ মিনিটে হারমানপ্রিত সিং।
আরআই/আইএইচএস/জেআইএম