আমিরের চোটে পাকিস্তান দলে উসমান
চলতি দুবাই টেস্টে পায়ের চোটে পড়ায় দল থেকে ছিটকে পড়েছেন মোহাম্মদ আমির। পাকিস্তান দলের গুরুত্বপূর্ণ এই পেসার এরপর খেলতে পারবেন না শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে সিরিজটিও। তার চোটে কপাল খুলেছে আরেক বাঁহাতি পেসার উসমান খানের।
আমির তিন ফরমেটেই পাকিস্তান দলে অটোমেটিক চয়েজ। চলতি দুবাই টেস্টে হাঁটুর নিচে টান অনুভব করায় শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে সিরিজে থাকছেন না তিনি। সেজন্যই বিকল্প ভাবতে হয়েছে পাকিস্তান দলের নির্বাচকদের।
উসমান অবশ্য নির্বাচকদের নজরে আছেন গত দুই বছর ধরেই। ২০১৩ সালে টি২০ অভিষেকের মধ্য দিয়ে পাকিস্তান দলে আগমন বাঁহাতি এই পেসারের। এখন পর্যন্ত দেশের হয়ে খেলেছেন ৪টি টি২০। তবে ওয়ানডেতে এবারই প্রথমবারের মত সুযোগ মিলছে তার।
শ্রীলংকার বিপক্ষে চলতি টেস্ট সিরিজের পর পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেটি ১৩ অক্টোবর।
এমএমআর/আরআইপি