ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ওয়ানডেতে বৃষ্টি হলে কী হবে

প্রকাশিত: ০৩:৫১ এএম, ১৮ জুন ২০১৫

বর্ষার মৌসুম চলছে এখন। গত ১০ দিন ধরে দিনের কোনো নো কোনো সময় হচ্ছে বৃষ্টিপাত। বৃষ্টির কারণে নিষ্প্রান ড্র হয়েছে বাংলাদেশ-ভারত ফতুল্লা টেস্ট।

আবহাওয়া বিভাগের পূর্বাভাস, বর্ষার বৃষ্টি এ মাসজুড়েই চলবে। তাই ওয়ানডে সিরিজের তিন ম্যাচই যে বৃষ্টির কবলে পড়ছে, এটা প্রায় নিশ্চিত। তাই তো উভয় দলই মাঠে নামার আগে হিসাব-নিকাশ করছে বৃষ্টি নিয়ে। তবে ওয়ানডে সিরিজে রিজার্ভ ডে থাকায় একটু স্বস্তি আছে।

বৃহস্পতিবার বিকেলে শুরু হচ্চে প্রথম ওয়ানডে। আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার বৃষ্টির সর্বোচ্চ সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সন্ধ্যা ছয়টার আগ পর্যন্ত মুষলধারে বৃষ্টি হতে পারে। প্রতিপক্ষের সঙ্গে তাই দু’দলের গেম প্ল্যান থাকছে বৃষ্টিকে ঘিরে।

এদিকে রিজার্ভ ডের হিসাবটা কিছুটা বিভ্রান্তিও ছড়াচ্ছে। এই যেমন গত পরশু ভারত থেকে সাংবাদিকরা রিজার্ভ ডের মারপ্যাঁচ বুঝতে ধরেছিলেন টিম ডিরেক্টর রবি শাস্ত্রীকে। তিনি বলেছিলেন, প্রথম দিন কোনো দল ১০ ওভার ব্যাট করার পর বৃষ্টি নামলে পরের দিন সেখান থেকেই খেলা শুরু হবে। পরের দিনও যদি বৃষ্টি হয়, তখন ডাকওয়ার্থ-লুইস পদ্ধতি ব্যবহার করা হবে।

তবে রবি শাস্ত্রীর কথা পুরোপুরি সত্য নয়। বৃষ্টি হলে স্বাভাবিক নিয়মে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতি ব্যবহার করে একদিনেই ম্যাচ শেষ করার চেষ্টা করা হবে। এর পরও যদি ম্যাচ শেষ করা সম্ভব না হয়, তখন খেলা গড়াবে রিজার্ভ ডেতে। আর প্রথম দিন খেলা যেখানে শেষ এবং যে অবস্থায় শেষ হয়েছিল রিজার্ভ ডেতে সেখান থেকেই শুরু হবে ম্যাচ।

তবে আপাতদৃষ্টিতে বিষয়টি এত সহজ মনে হলেও ম্যাচ রেফারি এবং ডাকওয়ার্থ-লুইস ম্যানেজারকে যথেষ্ট খাঁটতে হবে এ সিরিজে। একই সঙ্গে দুই দলের টিম ম্যানেজমেন্টকেও যথেষ্ট সজাগ থাকতে হবে।

এরই মধ্যে ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়না বলে দিয়েছেন, তারা দুই হিসাব মাথায় নিয়েই খেলতে নামবেন। বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা অবশ্য বৃষ্টি নিয়ে কিছুটা শঙ্কিতই, `বৃষ্টি ওয়ানডে ম্যাচকে আরেকটু কঠিন করে দিতে পারে। হয়তো ড্রেনেজ সিস্টেম অনেক ভালো। কিন্তু এক-আধ ঘণ্টার বৃষ্টিতে অনেকগুলো ওভার কমে যাবে, যার ফলে আমরা বা তারা এমন এক অবস্থানে চলে যেতে পারি, যেখান থেকে ফিরে আসা অনেক কঠিন হয়ে যেতে পারে।`

এআরএস/আরআইপি