ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

সমকালকে হারিয়ে সেমিফাইনালে জাগো নিউজ

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৬:১৬ এএম, ২৮ সেপ্টেম্বর ২০১৭

সমকালকে ১-০ গোলে হারিয়ে কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবলে সেমিফাইনাল নিশ্চিত করল জাগো নিউজ। বৃহস্পতিবার সকালে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনসংলগ্ন আর্টিফিশিয়াল টার্ফে এ জয় পায় জাগো নিউজ।

ম্যাচে জাগো নিউজের পক্ষে একমাত্র গোলটি করেন শফিক কলিম। সেমিফাইনাল নিশ্চিত করা এ ম্যাচে তিনিই হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ।

এর আগে মঙ্গলবার চ্যানেল আইকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে জাগো নিউজ। জাগো নিউজের পক্ষে একাই ৩ গোল করেন শফিক কলিম। বাকি গোলটি করেন জাগো নিউজের প্রধান প্রতিবেদক মনিরুজ্জামান উজ্জ্বল। ওই ম্যাচে জয়ের মধ্যে দিয়ে টুর্নামেন্টে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে জাগো নিউজ।

তার আগে সোমবার সময় টিভিকে ২-১ গোলে হারায় জাগো নিউজ। প্রতিদ্বন্দ্বিতামূলক ওই ম্যাচে প্রধান প্রতিবেদক মনিরুজ্জামান উজ্জ্বল ও নিজস্ব প্রতিবেদক সাঈদ শিপন একটি করে গোল করেন এবং ম্যাচসেরা নির্বাচিত হন জাগো নিউজের স্পোর্টস এডিটর ইমাম হোসেন সোহেল।

jagonews24

শুক্রবার সকাল সাড়ে ৮টায় টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে জাগো নিউজের মুখোমুখি হবে ঢাকা ট্রিবিউন।

একই সময়ে অপর সেমিফাইনালে একুশে টেলিভিশনের মুখোমুখি হবে চ্যানেল টুয়েন্টিফোর।

দুই সেমিফাইনাল বিজয়ী দল ফাইনালে মুখোমুখি হবে বেলা সাড়ে ১১টায়।

jagonews24

উল্লেখ্য, দেশের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার শীর্ষস্থানীয় ২৪ দল আটটি গ্রুপে এ টুর্নামেন্টে অংশ নিয়েছে। প্রতি গ্রুপ চ্যাম্পিয়ন কোয়ার্টার ফাইনালে উঠবে। গ্রুপ পর্বের খেলা শেষে আগামী ২৯ সেপ্টেম্বর (শুক্রবার) সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

জাগো নিউজের দল
মনিরুজ্জামান উজ্জ্বল (অধিনায়ক), শফিকুল ইসলাম, আবু রাসেল, সাঈদ শিপন, শফিক কলিম, ইমাম হোসাইন সোহেল (জিকে), মাহাবুর আলম সোহাগ, রোকুনুজজামান সেলিম, মু. ফারুক আলম ও আনোয়ার হোসেন।

এনএফ/আরআইপি

আরও পড়ুন