ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

আবারো ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশ

প্রকাশিত: ০৬:৪২ এএম, ১৫ সেপ্টেম্বর ২০১৪

দিনের শুরুটা যেখানে স্বস্তির, সেখানে শেষটা হতাশার। বোলাররা প্রত্যাশামত খেলে গেলেও ব্যর্থতার খোলস ছেড়ে বের হতে পারছেন না ব্যটসম্যানরা। বার বার ব্যর্থতার গল্পই রচনা করে যাচ্ছেন তারা। যেভাবে টেস্ট ক্রিকেট ব্যাটিং করতে হয়, সেশন বাই সেশন ব্যাট হাতে বোলারদের শাসন করতে হবে ৮৫ টেস্ট খেলেও শেখেননি বাংলাদেশের ব্যাটসম্যানরা। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের ব্যাটসম্যানদের স্কোর ১,৯,৩,৪,৬,১,১২। যা মোবাইল নাম্বারের ডিজিট বললেও ভুল হবে না।

ব্যাটসম্যানদের ব্যর্থতায় ফলোঅনের শংকায় বাংলাদেশ। ফলোঅন এড়াতে এখন প্রয়োজন ৭৭ রান। হাতে ৩ উইকেট। দিনশেষে বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ১০৪ রান। স্বাগতিকদের চেয়ে পিছিয়ে ২৭৬ রানে। মাহমুদ উল্লাহ রিয়াদ (১৩) ও শফিউল ইসলাম (৬) রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন।

কেমার রোচ একাই ধসিয়ে দিয়েছেন বাংলাদেশের ইনিংস। দ্বিতীয় সেশনে যেন ভয়ংকর হয়ে উঠেছেন তিনি। ১২ ওভার বল করে ২৮ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। একে একে শামসুর রহমান-তামিম ইকবাল-এনামুল হক-নাসির হোসেন-তাইজুল ইসলামকে সাজঘরে ফিরিয়েছেন। প্রথম টেস্টের মত দ্বিতীয় টেস্টেও উজ্জ্বল পারফর্মম্যান্স কেমার রোচের। সেন্ট ভিনসেন্টে নিয়েছিলেন ৪ উইকেট। এবার সেটাকেও ছাড়িয়ে গেলেন তিনি। ৫ উইকেট নিয়ে বাংলাদেশ দলকে লজ্জা দিলেন এই ক্যারিবিয়ান এই ক্রিকেটার।

ব্যাটসম্যানরা উইকেট বিলানের মিছিলে নেমেছিলেন। তামিম যেখানে অফসাইডের বল দেখে শুনে ছেড়ে দিয়ে খেলছিলেন, সেখানে কেমার রোচের করা অফস্ট্যাম্পের বাইরের বল কিভাবে ব্যাট চালালেন সেটা প্রশ্ববিদ্ধ করেছেন ক্রিকেট ভক্তদের। ২০০ আন্তর্জাতিক ম্যাচ খেলা ক্রিকেটারের কাছ থেকে এমন দায়িত্বহীন ব্যাটিং আশাহত করেছে ক্রিকেট সংশ্লিষ্টদের।

সংক্ষিপ্ত স্কোর :
ওয়েস্টট ইন্ডিজ ১ম ইনিংস : ৩৮০, ১২৪ ওভার (লিওন জনসন ৬৬, ব্রার্থহোয়াইট ৬৩, ব্রাভো ৪৪, চন্দরপাল ৮৪; আল-আমিন ৩/৮০, শফিউল ইসলাম ২/৮০, রবিউল ইসলাম ২/৬৩ মাহমুদ উল্লাহ ১/৪৯, তাইজুল ইসলাম ২/৮৯)

বাংলাদেশ ১ম ইনিংস : ১০৪/৭, ৪২ ওভার (তামিম ৪৮, রিয়াদ ১৩*, তাইজুল ১২; রোচ ৫/৩৩, টেলর ২/৩৩)