কোপা আমেরিকা : আজ মাঠে নামছে ব্রাজিল
২০১৪ বিশ্বকাপের ব্যর্থতা কাটিয়ে ব্রাজিলের কোপা আমেরিকা মিশন শুরু হচ্ছে আজ থেকে । বাংলাদেশ সময় রাত সাড়ে তিনটায় ‘সি’ গ্রুপে নিজেদের প্রথম খেলায় দক্ষিণ চিলির টেমুকোর মিউনিসিপাল জার্মান মেকার স্টেডিয়ামে নেইমার বাহিনী জয়ের লক্ষ্য নিয়ে মুখোমুখি হচ্ছে পেরুর সঙ্গে।
ব্রাজিল এরই মধ্যে গত বছরের বিশ্বকাপের ব্যর্থতা কাটিয়ে ওঠেছে। নিজেদের মাঠে অনুষ্ঠিত বিশ্বসেরা ওই প্রতিযোগিতার সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলে হেরে বিদায় নিতে হয়েছিলো স্যালেচাওদের। স্মরণকালের সবচেয়ে বাজে ওই পারফরম্যান্সের জন্য দেশে-বিদেশে অনেক সমালোচনা শুনতে হয় তাদের। তবে এর পর থেকে ধারাবাহিক নৈপুণ্য দেখিয়ে ব্রাজিল ওই হতাশা কাটিয়ে উঠেছে বলে জানিয়েছেন দলটির তারকা ডিফেন্ডার ডেভিড লুইজ।
নতুন কোচ কার্লোস দুঙ্গার তত্ত্বাবধানে দারুণ ছন্দে আছে ব্রাজিল। কোপা আমেরিকা প্রতিযোগিতায় মাঠে নামার আগে গত দশ খেলার সবক’টিতেই জয় রয়েছে তাদের।
এ ব্যাপারে লুইজ বলেন, ‘দলের যেসব খেলোয়াড়রা বিশ্বকাপে ছিলো তারা এখন আরো বেশি পরিপক্ক।’
দক্ষিণ আমেরিকা অঞ্চলের দলগুলোর মধ্যে অন্যতম ছন্দহীন দল পেরু। দলটি সেই ১৯৭৫ সালে কোপা আমেরিকার চ্যাম্পিয়ন হওয়ার পর আর একবারো ফাইনালে পৌঁছাতে পারেনি। তাছাড়া পেরুর সামপ্রতিক পারফরম্যান্সও তেমন ভালো নয়, যা ব্রাজিলের বিপক্ষে মাঠে নামার আগে তাদের প্রেরণা দিতে পারে।
এদিকে, শনিবার ভোরে মেক্সিকোর মুখোমুখি হয় বলিভিয়া। তবে নিরুত্তাপ এ খেলা শেষ পর্যন্ত গোলশূন্য ড্র হয়। গ্রুপ পর্বের খেলাটিতে ভালো ফুটবল উপহার দিতে না পারায় খেলোয়াড়দের দুয়োধ্বনি দিয়েছে দর্শকরা ।
এসকেডি/এমএস