ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

কিরগিজস্তানের বিপক্ষে বাংলাদেশের লজ্জাজনক পরাজয়

প্রকাশিত: ০১:০৬ পিএম, ১১ জুন ২০১৫

হার দিয়ে বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাই পর্ব শুরু করলো বাংলাদেশ। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে কিরগিজস্তানের বিপক্ষে স্বাগতিকরা হারে ৩-১ গোলের ব্যবধানে।

খেলা শুরুর ৭ মিনিটে ডি বক্সের বাইরে ফ্রি কিকে গোল করে কিরগিজস্তানকে এগিয়ে দেয় জেমলিয়ানুহিন অ্যান্টন। ম্যাচের ২৮ মিনিটে ডি বক্সের মধ্যে কিরগিজস্তানের খেলোয়াড়কে ফাউল করেন ইয়ামিন মুন্না। রেফারি পেনাল্টির বাঁশি বাজান। পেনাল্টি কিক নেন কিরগিজস্তানের ৮ নম্বর জার্সিধারী খেলোয়াড়। তিনি যেদিকে কিক নেয় সেদিকেই ঝাপিয়ে পরেন রাসেল মাহমুদ। বল তার হাতেও লাগে। কিন্তু শেষ রক্ষা হয়নি (২-০)।

৩১ মিনিটে কর্নার কিক পায় বাংলাদেশ। অধিনায়ক মামুনুল ইসলামের বাঁকানো শট কিরগিজস্তানের খেলোয়াড়ের মাথায় লেগে জালে আশ্রয় নেয় (২-১)। আত্মঘাতি গোলে বাংলাদেশ একটি গোল শোধ দিতে সক্ষম হয়।

ম্যাচের ৪১ মিনিটে ডি বক্সের বাইরে থেকে জেমলিয়ানুহিন অ্যান্টনের নেওয়া জোরালে শট কেউ কিছু বুঝে ওঠার আগেই জালে আশ্রয় নেয়। ফলে ৩-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় কিরগিজস্তান।

বিরতির পর গোলের জন্য মরিয়া হয়ে ওঠে স্বাগতিকরা। তবে বাকি সময় আর কোন গোল না হলেও বড় জয় নিয়েই মাঠ ছাড়ে কিরগিজস্তান।

এমআর/আরআই