ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

জয়ের জন্যই খেলতে চান মুশফিক

বিশেষ সংবাদদাতা | চট্টগ্রাম থেকে | প্রকাশিত: ১১:৪৪ এএম, ০৩ সেপ্টেম্বর ২০১৭

লড়াই করে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঢাকা টেস্টে জয় আদায় করে নিয়েছে বাংলাদেশ। এরপর অনেকেই ধারণা করেছেন, প্রথম ম্যাচ জেতার কারণে বাংলাদেশ হয়তো দ্বিতীয় ম্যাচে ড্রয়ের জন্য খেলবে। কিন্তু এমন যুক্তিকে সরাসরি উড়িয়ে দিয়ে বংলাদেশ দলের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহীম জানিয়ে দিলেন দ্বিতীয় ম্যাচেও জয়ের জন্যই মাঠে নামবেন।

আজ (রবিবার) সংবাদ সম্মেলনে জয়ের জন্য খেলার ব্যাপারে মুশফিক বলেন, ' এখানে সেইফ সাইডে যাওয়ার তো কোন আশাই নেই। আগেই বলেছি, আমাদের এখানে যে দলই আসুক আমরা জয়ের জন্য খেলি। আমরা তো ইংল্যান্ডের বিপক্ষেও ফ্ল্যাট উইকেট বানিয়ে সিরিজ ড্রয়ের জন্য খেলতে পারতাম কিন্তু আমরা সেটা করি নাই। আমরা চেষ্টা করেছি আমাদের স্ট্রেংথ অনুযায়ী সেই অ্যাডভান্টেজ নিয়ে চেষ্টা করে দেখি ফল আসে নাকি। আল্লাহর রহমতে সেটা এসেছে। যদিও কাজটা খুব কঠিন। '

অস্ট্রেলিয়ার বিপক্ষে সেইফ খেলার কোন সম্ভবনাও নেই বলে মনে করেন এই উইকেটকিপার-ব্যাটসম্যান। তার মতে, ' প্রথম টেস্টের আগেও আমি বলেছি, আমাদের চেষ্টা থাকবে প্রতিটা ম্যাচ জয়ের। অবশ্যই ২-০ করার জন্য যা যা করা দরকার আমরা করবো। এখানে সেইফ বলতে কোন অপশন নাই। আপনি যতই সেইফ খেলেন না কেন এমন দলের সঙ্গে কখনও জিততে পারবেন না। '

তবে মুশফিক অস্ট্রেলিয়ার চেয়েও আগ্রাসীভাবে খেলার দাবি করেন। তার মতে, ' ওরা (অস্ট্রেলিয়া) যতই আগ্রাসী ক্রিকেট খেলুক আমরা তার চেয়ে বেশি ভালো ও আগ্রাসী ক্রিকেট খেলার চেষ্টা করবো। পাল্টা-আক্রমণ করে খেলার চেষ্টা করবো।'

মুশফিকের এমন মন্তব্য খেলার আগেই দর্শকদের পালে হাওয়া জোগাচ্ছে। তারা স্বপ্ন দেখছেন ঘরের মাটিতে টেস্ট সিরিজে অস্ট্রেলিয়াকে ২-০ তে হারিয়ে হোয়াইটওয়াশ করার।

এমএএন/এমআর/এমএস

আরও পড়ুন