ফিফার ভাইস প্রেসিডেন্ট হতে চান ম্যারাডোনা
বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার ভাইস প্রেসিডেন্ট পদ থেকে সেপ ব্ল্যাটার সরে দাঁড়ানোর পর এবার ভাইস প্রেসিডেন্ট হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন ফুটবল লিজেন্ড ডিয়েগো ম্যারাডোনা। তিনি দাবি করেন, যদি প্রিন্স আলী বিন আল-হোসেন সংস্থার প্রেসিডেন্ট হন তবে তিনিও ভাইস প্রেসিডেন্ট হতে পারেন।
সেপ ব্ল্যাটার সরে দাঁড়ানোর পর প্রিন্স আলীই ম্যারাডোনার পছন্দ। অবশ্য তার দ্বিতীয় পছন্দের তালিকায় রয়েছেন উয়েফার বর্তমান প্রেসিডেন্ট মিচেল প্লাতিনি।
বিদায়ী প্রেসিডেন্ট ব্ল্যাটারের কাজের বিরোধিতা দীর্ঘদিন ধরে করে আসছেন ম্যারাডোনা। গত মাসে ব্ল্যাটারকে ‘একনায়ক’ হিসেবে মন্তব্য করেছেন আর্জেন্টিনার সাবেক এই কোচ।
ফিফার ভাইস প্রেসিডেন্ট হওয়ার ব্যাপারে ম্যারাডোনা বলেন, ‘যদি প্রিন্স আলী প্রেসিডেন্ট পদে জয়ী হন, আমার ভাইস প্রেসিডেন্ট হওয়ার সুযোগ রয়েছে। যদি তাই হয়, তবে দুর্নীতি ঝেঁটিয়ে বিদায় করব।’
এসকেডি/এমএস