ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

জাতীয় মহিলা দাবায় শিরিন চ্যাম্পিয়ন

ক্রীড়া প্রতিবেদক | প্রকাশিত: ০৩:২৭ পিএম, ২৮ আগস্ট ২০১৭

জাতীয় মহিলা দাবায় তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছেন শারমীন সুলতানা শিরিন। ৯ খেলায় ৮ পয়েন্ট নিয়ে শিরোপা জয় করেন এই মহিলা ফিদে মাস্টার। সাড়ে ৭ পয়েন্ট নিয়ে আন্তর্জাতিক মহিলা মাস্টার শামীমা আক্তার লিজা রানারআপ হয়েছেন।

সোমবার নবম বা শেষ রাউন্ডে শিরিন আহেলী সরকারকে পরাজিত করেন এবং লিজা চট্টগ্রামের তনিমা পারভীনের সাথে ড্র করেন। অষ্টম রাউন্ডের খেলায় লিজা শিরিনকে হারালে তারও শিরোপা জয়ের সম্ভাবনা দেখা দেয়; কিন্তু লিজা শেষ রাউন্ডে তনিমার সাথে ড্র করায় রানারআপ হন। সাত পয়েন্ট করে নিয়ে চট্টমের মহিলা ফিদে মাস্টার তনিমা পারভীন তৃতীয় ও আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ চতুর্থ হন। সাড়ে ছয় পয়েন্ট নিয়ে জাকিয়া সুলতানা পঞ্চম হন।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সহসভাপতি ও টুর্নামেন্ট কমিটি চেয়ারম্যান কে এম শহীদউল্যা, এটিএন বাংলার চেয়ারম্যানের উপদেষ্টা মীর মো. মোতাহার হাসান, দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাব উদ্দিন শামীম, যুগ্ম সম্পাদক মো. মনিরুজ্জামান পলাশ, সদস্য দেবাশীষ দে ও আন্তর্জাতিক দাবা বিচারক মো. হারুন অর রশিদ।

আরআই/আইএইচএস/আইআই