ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ইনজুরির মিছিল : প্রভাব পড়তে পারে মাঠে

প্রকাশিত: ১০:১০ এএম, ০৪ জুন ২০১৫

একের পর এক চোটে রীতিমত বিপর্যস্ত বাংলাদেশ। সর্বশেষ পাকিস্তান সিরিজে মাত্র দুইবল করেই হাঁটুর ইনজুরিতে পড়েছিলেন পেসার শাহাদাৎ। রুবেল হোসেন খুলনা টেস্টে বাঁপাশের পেশীতে টানের  কারণে খেলতে পারেননি ঢাকা টেস্ট। ডান হাতের বৃদ্ধাঙ্গুলে ব্যথা পেয়ে কিপিং করতে পারেননি টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম।

রুবেল ফিরলেও ছয়মাসের জন্য ছিটকে পড়েছেন শাহাদাৎ। মুশফিক দলের সাথে ব্যাটিং অনুশীলন করলেও কিপিং অনুশীলন কম করছেন। পূর্ণোদ্দমে কিপিং অনুশীলন করে যাচ্ছেন তরুণ তুর্কি লিটন কুমার দাস। এতেই বুঝা যাচ্ছে হয়তো এবারও কিপিং করা হচ্ছেনা টেস্ট অধিনায়কের।

এবার তাদের সাথে যোগ দিলেন বিশ্বকাপে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান মাহমুদুল্লাহ। বৃহস্পতিবার সকালে অনুশীলনের সময় স্লিপে ক্যাচ নিতে গিয়ে আঙ্গুলে চোট পান তিনি। তর্জনীর হাড়ে চিড় ধরায় ছিটকে পড়লেন ভারত সিরিজ থেকে।

স্ক্যানে ফ্র্যাকচার ধরা পড়ায় চার সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে যেতে হচ্ছে মাহমুদুল্লাহকে। এমনটাই জানিয়েছেন ঢাকার একটি হাসপাতালের চিকিৎসক। বাংলাদেশ জাতীয় দলের ফিজিও বায়োজিদ আহমেদও একি কথা বলেছেন।
একই দিন বাসের ধাক্কায় রিকশা থেকে পড়ে আহত হন ওয়ানডে অধিনায়ক মাশরাফি। ওয়ানডে সিরিজের আগেই তিনি সুস্থ হবেন বলে আশা করা হচ্ছে।

এছারাও পুরানো শিন বোনের ইনজুরিতে থেকে পূর্ণ মুক্তি পাননি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। হাঁটুর ব্যথা আক্রান্ত ফর্মের তুঙ্গে থাকা তামিম। খেলতে পারলেও সাকিব তামিমের ফিটনেস নিয়ে শঙ্কা থেকেই যাচ্ছে। এ যেন চোটের মিছিল।
ভারত সিরিজের আগে এই চোট কোচ কর্মকর্তাদের মুখে দুশ্চিন্তার ভাঁজ ফেলেছে। বিশেষ করে মাহমুদুল্লাহর ইনজুরি। কারণ ভারতের বিপক্ষে তাকে পাচ্ছেইনা বাংলাদেশ। পাকিস্তান সিরিজে নামের প্রতি সুবিচার না করতে পারলেও বিসিএলে দুর্দান্ত সেঞ্চুরি করে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন। মিডেল অর্ডারে এই ব্যাটসম্যানের অভাব ভালোভাবেই টের পাবে বাংলাদেশ।

বিশ্বকাপে ভারতের কাছে বিতর্কিত কিছু সিদ্ধান্তের কারণে হারতে হয়েছিলো বাংলাদেশকে। সেই হারের ক্ষত এখনো দগদগে। এবার সিরিজটিতে তাই কিছুটা স্নায়ু উত্তেজনা থাকছেই। হয়তো মনে মনে প্রতিশোধের মিশনেই নামবে বাংলাদেশ। কিন্তু ভারত আসার আগেই মহামারীতে পরিনত হছে টাইগারদের ইনজুরি। শেষ মুহূর্তে সাকিব, তামিম, মুশফিক কতটা সুস্থ থাকেন তাই দেখার বিষয়। দলের সেরা তারকারদের ফিটনেসের ঘারতি দেখা যেতে পারে মাঠের পারফর্মেন্সে। পূর্ণশক্তির ভারতের বিপক্ষে বাংলাদেশ পাচ্ছেনা তাদের পূর্ণশক্তির দল।

আগামী ১০ জুন ফতুল্লায় শুরু হতে যাচ্ছে একমাত্র টেস্ট। ওয়ানডে সিরিজ শুরু হবে ১৮ জুন। বাকি দুটি ওয়ানডে হবে ২১ ও ২৪ জুন। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিবা-রাত্রির ওয়ানডে ম্যাচ তিনটি অনুস্থিত হবে।

আরটি/পিআর