ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

বাংলাদেশের বিপক্ষে মাঠে নামছে আফগানিস্তান

প্রকাশিত: ০৪:৫৭ এএম, ০২ জুন ২০১৫

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রীতিম্যাচে  আজ বাংলাদেশের বিপক্ষে মাঠে নামছে আফগানিস্তান। বিকাল ৪টায় ম্যাচটি শুরু হবে। এর আগে শনিবার প্রীতিম্যাচে এগিয়ে থেকেও সিঙ্গাপুরকে হারাতে পারেনি।

এ ম্যাচকে অন্যরকম হিসেবে নিয়েছে ক্রুইফের র্শীষরা। কেননা সামনে বিশ্বকাপ বাছাইপর্বে লড়তে হবে বাংলাদেশকে। গ্রুপে রয়েছে এশিয়ান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, জর্ডান, কিরঘিস্তান ও তাজিকিস্তানের মতো শক্তিশালী প্রতিপক্ষ। মূলত খেলোয়াড়দের পারফরম্যান্স যাচাই করতে এ প্রীতিম্যাচের আয়োজন। তবে ফিফা র্যাঙ্কিংয়ে আফগানদের অবস্থান উঁচুতে থাকায় জিততে হলে ঘাম ঝরাতে হবে মামুনুলদের।

বাংলাদেশ দলের অধিনায়ক মামুনুল ইসলাম বলেন, সিঙ্গাপুরের কাছে হারলেও দলের উপকার হয়েছে। ভুল-ত্রুটি শুধরিয়ে মাঠে নামতে পারব। আর আফগানিস্তান শক্তিশালী দল। দীর্ঘদিন ধরে তারা প্রশিক্ষণে রয়েছে। কিন্তু কয়েক বছরের ফলাফল বিশ্লেষণ করলে আমরাই ফেবারিট। এশিয়ান গেমসে তাদেরকে হারিয়েছি। খেলোয়াড়রা জয়ের জন্য মরিয়া হয়ে লড়বে। আশা রাখি দর্শকরা হতাশ হবেন না।

এএইচ/এমএস