ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ভারতকে নিয়ে বাংলাদেশের বিজ্ঞাপন ব্যাম্বু ইজ অন! (ভিডিও)

প্রকাশিত: ০৭:২৪ পিএম, ০১ জুন ২০১৫

বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলতে নামার আগে বাংলাদেশ ক্রিকেট দলকে হেয় করে বেশ কিছু ভিডিও তৈরি করেছিলো ভারতীয়রা। ‌‌‘মওকা মওকা’ শিরোনামের ভিডিওর জবাবে পাল্টা ভিডিও তৈরি করেছিলো টাইগার সমর্থকরা।

বিশ্বকাপ শেষ। এবার অপেক্ষা চলছে নতুন মহারণের। ৭ জুন পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে আসছে বিরাট কোহলিদের ভারত। পাকিস্তানকে হোয়াইটওয়াস করার পর এবার ভারতকেও তেমনি পরাজয়ের স্বাদ দিতে প্রস্তুত টাইগাররা। প্রস্তুত সারা বাংলাদেশ। বিশ্বকাপে যে অবিচার হয়েছিলো তার বদলা এখানেই হয়ে যাবে-এমনটাই প্রত্যাশা বাংলাদেশ ক্রিকেট অনুরাগীদের।

এদিকে পাকিস্তানকে ধবলধোলাইয়ের পর ভারত সিরিজকে সামনে রেখে আশ্চর্যভাবেই ইতিবাচকভাবে বিজ্ঞাপনে দেখানো শুরু করেছে ভারত। সেখানেও রয়েছে সূক্ষ খোঁচা। প্রতিটি বিজ্ঞাপনেই বাংলাদেশকে উদ্দেশ্য করে বলা হচ্ছে, ‘বাচ্চা আর বাচ্চা নেই’। এবার জবাবটা এলো বাংলাদেশের পক্ষ থেকে।

বিজ্ঞাপনটি তৈরি করেছে কোমল পানীয় কোম্পানি মোজো। ‘ব্যাম্বু ইজ অন’ শিরোনামের বিজ্ঞাপনে দেখানো হয়েছে, কিভাবে একজন ভারতীয় একজন পাকিস্তানিকে বাংলাদেশের বিপক্ষে পরাজয়ের কারণে উপহাস করছে। এরপর রাগান্বিত হয়ে পাকিস্তানিও বলছেন বাংলাদেশ গেলে ভারতেরও একই অবস্থা হবে।

উড়ন্ত সাকিব-তামিম-মুশফিক-সৌম্যরা পাকিদের পর ভারতকেও বাংলা ওয়াশ করতে প্রস্তুত এমনই বার্তা দেয়া হয়েছে বিজ্ঞাপনটিতে।


এলএ