ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

বিদায় ফ্রান্স, সেমিতে জার্মানি

প্রকাশিত: ০৬:২০ পিএম, ০৪ জুলাই ২০১৪

ব্রাজিল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে জার্মানির কাছে ১-০ গোলে হেরে বিদায় নিলো ফ্রান্স। বাংলাদেশ সময় শুক্রবার রাত ১০টায় রিও ডি জেনেরিওর মারাকানা স্টেডিয়ামে ফ্রান্স-জার্মানি ম্যাচ শুরু হয়।

ম্যাচ শুরু হওয়ার পর প্রথমার্ধের ১৩ মিনিটে ম্যাট হিউমেলস এর গোলে এগিয়ে যায় জার্মানি। শেষ পর্যন্ত এই ১-০ গোলের ব্যবধানেই শেষ হয় ম্যাচটি।

ব্রাজিল বিশ্বকাপে হুমেলসের এটি দ্বিতীয় গোল। ফ্লুর কারণে আলজেরিয়ার বিপক্ষে খেলতে পারেননি এই ডিফেন্ডার।

শুক্রবার রিও দে জেনেইরোর মারাকানা স্টেডিয়ামে সপ্তম মিনিটেই প্রথম সুযোগটি পায় ফ্রান্স। ম্যাথিউ ভালবুয়েনার ক্রস ডি বক্স থেকে বাইরে মারেন করিম বেনজেমা।

৩৪তম মিনিটে জার্মানির ত্রাতা মানুয়েল নয়ার। বাঁদিক থেকে একটি ক্রস বুক দিয়ে নামিয়ে বাঁ পায়ে শট নেন ভালবুয়েনা। বাঁদিকে পড়ে ঠেকিয়ে দেন নয়ার। সেখান থেকে বল পেলেও সুযোগটি কাজে লাগাতে পারেননি বেনজেমা।


উল্লেখ্য, এর আগে বিশ্বকাপের মঞ্চে আরও ৩ বার মুখোমুখি হয়েছিল দুই দেশ। এর মধ্যে ফ্রান্স জিতেছে ১ বার(১৯৫৮), ২ বার জিতেছে জার্মানি (১৯৮২ ও ১৯৮৬)।