ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

হকির নির্বাচনে সমঝোতা চান পাপন

রফিকুল ইসলাম | প্রকাশিত: ০২:২৭ পিএম, ১০ আগস্ট ২০১৭

বাংলাদেশ হকি ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে একটি সমঝোতার প্যানেল চান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি এবং সরকার দলীয় সংসদ সদস্য নাজমুল হাসান পাপন। গত দুই দিনে তিনি নির্বাচন নিয়ে ভিন্ন ভিন্নভাবে আলোচনায় বসেছিলেন সম্ভাব্য দুই সাধারণ সম্পাদক প্রার্থী আবদুর রশিদ শিকদার ও খাজা রহমতউল্লাহর সঙ্গে। বুধবার ঢাকা ক্লাবে পাপন আলোচনা করেছেন রহমতউল্লাহ ও তার অনুসারীদের নিয়ে। বৃহস্পতিবার ধানমন্ডিস্থ বেক্সিমকো অফিসে আব্দুর রশিদ শিকদার ও তার সমর্থিত ক্লাব প্রতিনিধিদের সঙ্গে বসেছিলেন পাপন।

আবদুর রশিদ শিকদার জাগো নিউজকে বলেছেন, ‘বিসিবি সভাপতি ক্লাব প্রতিনিধিদের বলেছেন, তার একটা চিন্তাভাবনা আছে। তিনি চান, আমরা যাতে সমঝোতার মাধ্যমে নির্বাচন করি। তবে আমরা তাকে বলেছি, খাজা রহমতউল্লাহকে সাধারণ সম্পাদক রেখে কোনো সমঝোতা আমরা মেনে নেব না। প্রয়োজনে আপনি আমাদের বাইরে রাখতে পারেন। ’

সভায় উপস্থিত একাধিক সূত্রমতে, বিসিবি সভাপতি আবদুর রশিদ ও তার সঙ্গে যাওয়া ক্লাব কর্মকর্তাদের বুঝিয়ে দিয়েছেন, রহমতউল্লাহকে সাধারণ সম্পাদক রেখেই একটা সমঝোতার প্যানেল করতে আগ্রহী তিনি।

শেষ পর্যন্ত যদি সমঝোতা না হয় তাহলে কী হবে? এ প্রশ্নের উত্তর আবদুর রশিদ শিকদার ও তার সমর্থকদের জানিয়ে রেখেছেন নাজমুল হাসান পাপন। তিনি বলেছেন,‘আপনারা সমঝোতা করতে না পারলে বা না মানলে স্বাভাবিকভাবেই ভোটের লড়াই হবে। আর তখন আমাকে একটি পক্ষ নিতেই হবে।’

তবে পাপনের সঙ্গে আলোচনা শেষে আবদুর রশিদ জাগো নিউজকে বলেছেন, ‘আমি নির্বাচন করবো। ক্লাবগুলো আমার সঙ্গে আছে। আমরা বিসিবি সভাপতিকে জানিয়ে এসেছি, এর আগে সাধারণ সম্পাদক থাকা অবস্থায় খাজা রহমতউল্লাহ সবার সঙ্গে মানিয়ে কাজ করতে পারেননি। তার রানিংমেটরাও এখন তার সঙ্গে নেই।’

আরআই/আইএইচএস/আরআইপি

আরও পড়ুন