চীনে তৃতীয় ম্যাচ ড্র করেছে হকি দল
চীনের গানসু প্রদেশে তৃতীয় প্রস্তুতি ম্যাচ ড্র করেছে বাংলাদেশ হকি দল। বুধবার অনুষ্ঠিত ম্যাচে জিমি-চয়নরা ২-২ গোলে ড্র করেছে স্থানীয় গোবেস ক্লাবের সঙ্গে। প্রথম দুই প্রস্তুতি ম্যাচ হেরেছিল মাহবুব হারুনের শিষ্যরা।
গানসু গোবেস ক্লাবের বিরুদ্ধে বাংলাদেশের গোল করেছেন কৌশিক ও নাইম। দ্বিতীয় মিনিটে গোল করে এগিয়ে যায় স্বাগতিকরা। ২৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে গোবেস ক্লাব। বাংলাদেশ ম্যাচে ফেরে শেষ ৯ মিনিটে। দুই গোলে পিছিয়ে পড়া লাল-সবুজ জার্সিধারীররা ড্র করেই মাঠ ছাড়ে। ৫১ মিনিটে গোল করে ব্যবধান কমান মাইনুল ইসলাম কৌশিক এবং ৫৮ মিনিটে গোল করে সমতা আনে নাইম উদ্দিন।
আগামী ১১-২২ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিতব্য দশম এশিয়া কাপের প্রস্তুতির অংশ হিসেবে চীনের গানসু প্রদেশ সফর করছে জাতীয় হকি দল। এখানে বাংলাদেশ আরো ৫টি ম্যাচ খেলবে।
প্রস্তুতি ম্যাচগুলো দেখতে বুধবার চীন গেছে বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুস সাদেক। ম্যাচ দেখার পাশপাশি আবদুস সাদেক চীন হকি ফেডারেশনকে প্রস্তাব দেবেন এশিয়া কাপের কয়েক দিন আগে ঢাকায় এসে বাংলাদেশের বিরুদ্ধে গোটা তিনেক প্রস্তুতি ম্যাচ খেলার।
আরআই/আইএইচএস/এমএস