ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

এশিয়ান বডিবিল্ডিং চ্যাম্পিয়নশিপে যাচ্ছে বাংলাদেশ

প্রকাশিত: ০২:১২ এএম, ০১ জুন ২০১৫

এশিয়ান বডিবিল্ডিং চ্যাম্পিয়নশিপে অংশ নিতে চার সদস্যের বাংলাদেশ দল জাপান যাচ্ছে। আগামী ৫-৮ জুন জাপানের কিতাকিইউশুতে বসছে ‘৪৯তম এএফবিএফ এশিয়ান বডিবিল্ডিং চ্যাম্পিয়নশিপ-২০১৫’ এর আসর। এ প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য বাংলাদেশ শরীর গঠন ফেডারেশন থেকে বডিবিল্ডিং টিম যাচ্ছে জাপানে।

বাংলাদেশ দলের পক্ষে জাতীয় প্রতিযোগিতায় স্বর্ণপদক বিজয়ী ৩ জন খেলোয়াড় অংশগ্রহণ করবেন। তারা হলেন- মো. রফিকুল ইসলাম (৮০ কেজি), মো. আবু সাঈদ রানা (৭৫ কেজি), মো. মাহসুদুর রহমান (মাস্টার ক্যাটাগরি) এবং দলনেতা হিসেবে অংশ নিচ্ছেন ফেডারেশনের সহ-সভাপতি এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন)। বাংলাদেশ দলের পোশাকের স্পন্সর ওয়ালটন।

উল্লেখ্য, এবারের ৪৯তম এএফবিএফ এশীয় বডিবিল্ডিং চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ছাড়াও অংশ নিচ্ছে চীন, জাপান, হংকং, কুয়েত, সৌদি আরব, ইরাক, ওমান, সংযুক্ত আরব আমিরাত, ভারত, পাকিস্তান, শ্রীলংকা, দক্ষিণ কোরিয়া ও ফিলিস্তিনসহ ৩৩টি দেশ।

জেআর/এআরএস/এমএস