ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

অস্ট্রেলিয়ার জন্য সিরিজ কঠিন করে তুলতে চান মুশফিক

ক্রীড়া প্রতিবেদক | প্রকাশিত: ১২:২১ পিএম, ০৭ আগস্ট ২০১৭

আসবো, আসছি করে সেই ২০১৪ সাল থেকে বারবার বাংলাদেশ সফর পিছিয়েছে অস্ট্রেলিয়া। অবশেষে তারা আসছে। ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলার জন্য ১৮ আগস্ট ঢাকায় পা রাখবে স্টিভেন স্মিথ অ্যান্ড কোং।

অস্ট্রেলিয়া ক্রিকেট দল আসছে- এ কারণে বাংলাদেশ দলের কোচ থেকে খেলোয়াড়- সবাই রোমাঞ্চিত। মাশরাফি বিন মর্তুজা ছাড়া আর কারো নেই অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট খেলার অভিজ্ঞতা। এ কারণে সবাই একটু বেশি মাত্রাতেই এক্সাইটেড। টেস্ট না খেলার কারণে, মাশরাফি এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে শুধুই দর্শক।

শুধু যে এক্সাইটেড তা নয়, রয়েছে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভাল কিছু করার প্রত্যয়ও। যা টের পাওয়া গেল অধিনায়ক মুশফিকুর রহীমের কণ্ঠে। তিনি বলেন, ‘সিরিজটা ভালোভাবে শেষ করতে পারলে এতদিন না খেলার আক্ষেপটা থাকবে না। মনেপ্রাণে চেষ্টা করতে চাই এবার। কারণ জানি না, আবার কবে অস্ট্রেলিয়ার সঙ্গে খেলার সুযোগ পাবো। ১২ বছরে অনেক কিছুই শিখেছি টেস্ট ক্রিকেটে। চেষ্টা করব সবকিছু কাজে লাগিয়ে ফল আমাদের পক্ষে নিয়ে আসতে।’

এদিকে অস্ট্রেলিয়া আসার খবরে বেশ উচ্ছসিত ও রোমাঞ্চিত্ব যে সেটাও বললেন তিনি। হাসিমুখে মুশফিক বলেন, ‘অবশ্যই রোমাঞ্চিত যে, অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলব। সব দলের সঙ্গেই খেলা হয়েছে, শুধু অস্ট্রেলিয়া বাকি ছিল। এবার অনেক বড় সুযোগ আমাদের সামনে। শুধু আমার জন্য নয়, আমাদের দলের পুরো দলের জন্যও। এখন যারা খেলছে, তাদের মধ্যে কেবল মাশরাফি ভাই অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেছেন অনেক দিন আগে। সবাই জানে, চ্যালেঞ্জটা অনেক কঠিন; কিন্তু আমাদের আত্মবিশ্বাস আছে, অস্ট্রেলিয়ার সামনে ম্যাচটাকে কঠিন করে তুলতে পারবো। যেটা ইংল্যান্ডকে দিতে পেরেছি।’

দলীয় লক্ষ্যের পাশাপাশি ব্যক্তিগত লক্ষ্য নিয়েও কথা বলেন টাইগার টেস্ট অধিনায়ক। তিনি বলেন, ‘তারা সেরা দলগুলোর একটা। শুধু দেশের মাটিতে নয়, উপমহাদেশেও ভালো খেলে। আমি মনে করি, যে এরকম পেশাদার দলের সঙ্গে খেললে সবারই লক্ষ্য থাকে ভালো করার। আমারও ইচ্ছে আছে। তবে আমি প্রতিটি ম্যাচই একভাবে দেখি, জিম্বাবুয়ে হোক বা অস্ট্রেলিয়া।’

এর আগে কোচ চন্ডিকা হাথুরুসিংহেও জানিয়েছিলেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি টেস্টই জিততে চান। অধিনায়কের মধ্যেও দেখা গেল, তেমন প্রত্যয়। বাকি খেলোয়াড়রাও আত্মবিশ্বাসী। শেষ পর্যন্ত কী হবে তা জানতে অপেক্ষা করতে হবে আর কয়েকটা দিন।

এমএএন/আইএইচএস/আরআইপি

আরও পড়ুন