কোচ মারুফুলকে ৫০ হাজার টাকা জরিমানা
বাংলাদেশ প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম ম্যাচে রহমতগঞ্জের কাছে হারার পর ডাগআউট থেকে গ্যালারির এক সমর্থকের দিকে তেড়ে গিয়েছিলেন আরামবাগ ক্রীড়া সংঘের কোচ মারুফুল হক। সঙ্গে ছিলেন কয়েকজন কর্মকর্তাও। বাফুফের ডিসিপ্লিনারি কমিটির চোখে যা শৃঙ্খলা ভঙ্গের সামিল। যে কারণে জাতীয় দলের সাবেক এ কোচকে ৫০ হাজার টাকা জরিমানার পাশপাশি কঠোরভাবে সতর্ক করা হয়েছে। ওই ম্যাচে আরামবাগ ৪-২ গোলে হেরেছিল পুরোনো ঢাকার ক্লাবটির কাছে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন মারুফুল হককে জরিমানার টাকা ৫ সেপ্টেম্বরের মধ্যে তাদের হিসাব শাখায় জমা দেয়ার নির্দেশ দিয়েছে। ভবিষ্যতে এভাবে যাতে শৃঙ্খলা ভঙ্গ না করে সেজন্য মারুফুল হককে কঠোরভাবে সতর্কও করা হয়েছে।
৩১ জুলাই ওই ঘটনার পর অবশ্য মারুফুল হক গ্যালারির ওই সমর্থকদের দিকে তেড়ে যাওয়ার কারণ ব্যাখ্যা করেছিলেন। কোচের দাবি, ওই সমর্থক ম্যাচের শুরু থেকেই নাকি তাকে গালিগালাজ করে আসছিল। কেন তাকে গালিগালাজ করা হয়েছে সেটা জানতেই নাকি ওই সমর্থকের কাছে গিয়েছিলেন দেশের এই অভিজ্ঞ কোচ। এভাবে ডাগআউট ছেড়ে কোচের গ্যালারিতে অগ্নিমূর্তিতে ছুটে যাওয়াটা তখনই অনেকে ভালো চোখে দেখেননি।
আরআই/আইএইচএস/আরআইপি