আবারো কাঁপলো পাকিস্তান ক্রিকেট
দীর্ঘ ছয় বছর পর আবার ক্রিকেট ফিরেছে পাকিস্তানে। উৎসবের আমাজে যখন পুরো দেশ ভাসছে তখন আবারো প্রশ্নের মুখে পড়লো দেশটির ক্রিকেট ভবিষ্যৎ। শুক্রবার পাকিস্তান জিম্বাবুয়ে সিরিজের দ্বিতীয় ম্যাচ চলাকালীন সময়ে গাদ্দাফি স্টেডিয়ামের বাইরে বিস্ফোরণ ঘটেছে।
বিস্ফোরণের কারণে মাঠ হতে শুরু করে প্রেস বক্সেও আতঙ্ক ছড়িয়ে পরে। যদিও ঘটনার পর পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছিল এটি একটি সম্পূর্ণ বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণ। পরবর্তীতে পাকিস্তানের তথ্যমন্ত্রী পারভেজ রশিদ জানান আত্মঘাতী বোমা বিস্ফোরণে পুলিশ অফিসারসহ দুইজন নিহত হয়েছে।
জিওনিউজকে রশিদ বলেন, “এক পুলিশ অফিসারের সাহসী পদক্ষেপে গাদ্দফি স্টেডিয়ামে বোমা বিস্ফোরণের প্রয়াস বানচাল হয়েছে। কলমা চকের কাছে আক্রমণকারীকে থামাতে গিয়ে তিনি নিজের জীবন দেন।”
এই ঘটনায় আরও চার পুলিশ অফিসার সহ মোট পাঁচ জন আহত হয়েছেন। তবে ঘটনাটি আর ভয়াবহ হতে পারত। প্রায় ২০০০০ জন উপস্থিত ছিল স্টেডিয়ামে। আতঙ্ক ছড়িয়ে পরলে ছত্রভঙ্গ হয়ে বড় দুর্ঘটনা ঘটতে পারতো বলে জানান রশিদ।
ভারতীয় গনমাধ্যম ঘটনাটিকে বেশ বড় করেই তুলে ধরলেও পাকিস্তানী গণমাধ্যমগুলো বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণ হিসেবে তুলে ধরেছে ঘটনাটি। স্থানীয় পুলিশ প্রশাসনও ঘটনাটিকে বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণ বলছেন।
২০০৯ সালের মার্চে লাহোরে গাদ্দাফি স্টেডিয়ামের পাশেই সন্ত্রাসী হামলায় শ্রীলঙ্কান ছয় ক্রিকেটার আহত হন। সেই ঘটনার পর থেকেই পাকিস্তানে সব দেশই পাকিস্তানে ক্রিকেট খেলা থেকে বিরত ছিল। চলতি মাসে জিম্বাবুয়ে সিরিজের মাধ্যমে সে দেশে আবারো ক্রিকেট ফিরেছে।
এআরএস/এমএস