ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

অধিনায়কের শতরানে পাকিস্তানের সিরিজ জয়

প্রকাশিত: ০৮:২৩ পিএম, ২৯ মে ২০১৫

সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে সফররত জিম্বাবুয়ের ছুঁড়ে দেয়া ২৬৯ রানের লক্ষ তাড়া করতে নেমে ৬ উইকেটের জয় তুলে নিয়েছে স্বাগতিক পাকিস্তান। ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করেছে পাকিরা।

পাকিস্তানের এই জয়ে ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক আজহার আলী। প্রথম ওয়ানডেতে ৭৯ রানের ইনিংস খেলা আজহার এদিন ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডে সেঞ্চুরি দেখা পেয়েছেন। ১০৪ বলে ১০২ রানের ইনিংস খেলেছেন তিনি।

এ ছাড়া ৪৯ বলে ৫২ রানের হার না মানা উল্লেখযোগ্য ইনিংস খেলেছেন মিডলঅর্ডার ব্যাটসম্যান হারিস সোহাইল। ইনিংসের ১৬ বল বাকি থাকতেই ৪ উইকেট হারিয়ে জিম্বাবুয়ের দেওয়া ২৬৯ রানের টার্গেট ছুঁয়েছে পাকিস্তান।

জিম্বাবুয়ের হয়ে বল হাতে ক্রেমার ১০ ওভারে ৫২ রান দিয়ে ২টি উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারি।

এর আগে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে দিবারাত্রির ম্যাচটিতে টস হেরে আগে ব্যাটিং করেছে জিম্বাবুয়ে। মিডল অর্ডার ব্যাটসম্যান সিকান্দার রাজার অপরাজিত ১০০ রানের ওপর ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৬৮ রান করেছিল জিম্বাবুয়েনরা। সেই ইনিংসে ৯৯ রানে আউট হয়ে সাজঘরে ফিরেন ওপেনার চামু চিবাবা।

বল হাতে ওয়াহাব রিয়াজ ও ইয়াশির শাহ সর্বোচ্চ ২টি করে উইকেট তুলে নেন।

খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন পাকিস্তানের অধিনায়ক আজহার আলী।

এলএ