ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

অভিষেক টেস্টেই তাইজুলের পাঁচ উইকেট

প্রকাশিত: ০৩:২৭ এএম, ০৮ সেপ্টেম্বর ২০১৪

অভিষেক টেস্টেই বাজিমাত করেছেন তাইজুল ইসলাম। সেন্ট ভিনসেন্টে চলমান বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্টের তৃতীয় দিনে অনন্য এক রেকর্ড বাংলাদেশের এই তরুণ স্পিনারের সঙ্গী হয়েছে। অভিষেক টেস্টে ৫ উইকেট দখল করা বাংলাদেশী বোলারদের তালিকায় নিজের নাম যুক্ত করেছেন তাইজুল। রবিবার রাতে এই মাইলফলক ছুঁয়েছেন তিনি। তাইজুলের আগে ৫ বাংলাদেশী বোলার অভিষেক টেস্টে ৫ উইকেট পাওয়ার কৃতিত্ব দেখাতে পেরেছেন। এই তালিকায় তাই ষষ্ঠ বোলার হিসেবে স্থান পেয়েছে তাইজুল ইসলামের নাম। বলে রাখা ভালো, এই ৬ জনের মধ্যে ৪ জন বোলারই অভিষেক টেস্টে ৫ উইকেট নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই।

২০০০ সালের নভেম্বরে নাঈমুর রহমান দুর্জয়ের হাত ধরে শুরু হয়েছে অভিষেক টেস্টে বাংলাদেশী বোলারদের ৫ উইকেট শিকারের কৃতিত্ব। ভারতের বিপক্ষে বাংলাদেশের অভিষেক টেস্টে দুর্জয় ৬টি উইকেট দখল করেছিলেন। পরে এই তালিকা বহমান রেখেছেন মাঞ্জারুল ইসলাম রানা, মাহমুদউল্লাহ রিয়াদ, ইলিয়াস সানি ও সোহাগ গাজী। রবিবার রাতে তালিকাটাকে আরেকটু দীর্ঘ করেছেন তাইজুল। এই ৫ উইকেট নিতে অবশ্য ৪৭ ওভার বল করতে হয়েছে তাইজুলকে। খরচ করতে হয়েছে ১৩৫ রান।

দুর্জয়ের পরে ২০০১ সালে প্রয়াত মাঞ্জারুল ইসলাম রানা জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক টেস্টে ৮১ রানের বিনিময়ে ৬টি উইকেট নিয়েছেন।

রানার পর অভিষেকে বাজিমাত করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তিনি ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেন্ট ভিনসেন্টেই ৫ উইকেট নিয়েছেন।

এর দুই বছর পর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই অভিষেক হয়েছে ইলিয়াস সানির। ওই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সানি নিয়েছিলেন ৬ উইকেট ৯৪ রান খরচায়। অবশ্য এবারও দলের সঙ্গেই আছেন সানি।