ভারতের প্রো-কাবাডিতে জাকির, জিয়া ও কবির
ভারতের ফ্র্যাঞ্চাইজি প্রো-কাবাডি লিগের পঞ্চম আসরে খেলতে যাচ্ছেন বাংলাদেশের জাকির হোসেন, জিয়াউর রহমান ও সোলেমান কবির।
২৮ জুলাই শুরু হচ্ছে ভারতের জনপ্রিয় এ প্রো-কাবাডি লিগ। লিগে বাংলাদেশি তিন খেলোয়াড়ও নিলামে বিক্রি হয়েছেন। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রেইডার জাকির হোসেনকে কিনেছে বর্তমান চ্যাম্পিয়ন পাটনা পাইরেটস, নৌবাহিনীর ডিফেন্ডার জিয়াউর রহমানকে কিনেছে পুনেরি পল্টন এবং লিগে নবাগত দল ইউপি (উত্তর প্রদেশ) যোদ্ধা দল নিয়েছে বিমান বাহিনীর রেইডার সোলেমান কবিরকে।
উদ্বোধনী ম্যাচ জাকিরের পাটনা পাইরেটস। পরের দিন খেলা আছে জিয়ার দল পুনেরি পল্টনের। সোলেমান কবিরের ইউপি প্রথম কোর্টে নামবে ১ আগস্ট।
এর আগে প্রো-কাবাডি লিগ খেলেছেন এশিয়ার সেরা রেইডার জাতীয় দলের সাবেক অধিনায়ক জিয়াউর রহমান, আরদুজ্জামান মুন্সী। তবে গত দুই মৌসুম খেললেও এবার আয়োজকদের কাছে আরদুজ্জামানের নামই পাঠায়নি কাবাডি ফেডারেশন।
এএইচ