ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

জয়ের পর জিম্বাবুয়ের জরিমানা

প্রকাশিত: ০৩:২১ এএম, ০৯ জুলাই ২০১৭

চতুর্থ ওয়ানডেতে দুর্দান্ত জয়ে পাঁচ ম্যাচ সিরিজে ২-২ সমতা ফিরিয়েছে জিম্বাবুয়ে। তবে দুর্দান্ত এমন জয়ের দিনে জরিমানা গুনতে হল গ্রায়েম ক্রেমারের দলকে। এক বিবৃতির মাধ্যমে আইসিসি বিষয়টি নিশ্চিত করেছে।

ম্যাচ শেষে জিম্বাবুয়ের বিপক্ষে ‘স্লো ওভার রেটিংয়ের’ অভিযোগ এনে জিম্বাবুয়ের অধিনায়ক গ্রায়েম ক্রেমারকে ম্যাচ ফির ২০ শতাংশ ও দলের বাকি ক্রিকেটারদের ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা নির্ধারণ করেন ম্যাচ রেফারি ক্রিস ব্রড।

সাজা শুনানোর পর প্রাথমিকভাবে ক্রেমার তা স্বীকার করে নিলে আনুষ্ঠানিকভাবে আর কোন শুনানির প্রয়োজন হয়নি। প্রসঙ্গত, আগামী ১২ মাসের মধ্যে ফের ‘স্লো ওভার রেটিং’ করলে নিয়মানুযায়ী এক ম্যাচের জন্য নিষিদ্ধ হবেন জিম্বাবুয়ে দলের অধিনায়ক ক্রেমার।

উল্লেখ্য, আগামী সোমবার একই মাঠে সিরিজের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে। ওয়ানডে সিরিজের পর শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে একমাত্র টেস্টে মুখোমুখি হবে।

এমআর/এমএস

আরও পড়ুন