ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

এক ম্যাচ নিষিদ্ধ রাবাদা

প্রকাশিত: ০৩:৩১ এএম, ০৮ জুলাই ২০১৭

বেন স্টোকসকে উদ্দেশ্য করে বাজে ভাষা ব্যবহার করে এক ম্যাচ নিষিদ্ধ হলেন কাগিসো রাবাদা। লর্ডসে সিরিজের প্রথম টেস্টে ব্যক্তিগত ৫৬ রানে রাবাদার বলে ডি কককে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন স্টোকস। এরপর বুনো উল্লাসের সঙ্গে সঙ্গে বাজে ভাষা ব্যবহার করেন প্রোটিয়া এই তারকা।

আইসিসির নিয়মানুযায়ী কোনো খেলোয়াড়ের নামের পাশে চারটি ডিমেরিট পয়েন্ট যুক্ত হলে সে এক ম্যাচ নিষিদ্ধ হবে। এর আগে শ্রীলঙ্কার ব্যাটসম্যান নিরোশান ডিকভেলার সঙ্গে বিবাদে জড়িয়ে তিনটি ডিমেরিট পয়েন্ট পেয়েছিলেন রাবাদা। এবার স্টোকসকে গালি দিয়ে আরো একটি ডিমেরিট পয়েন্ট পাওয়ায় মোট চারটি পয়েন্ট হওয়ায় এক ম্যাচ নিষিদ্ধ হলেন রাবাদা। আর এই নিষেধাজ্ঞার ফলে ইংল্যান্ডের বিপক্ষে ট্রেন্ট ব্রিজে অনুষ্ঠিতব্য দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন না তিনি।

এদিকে এক ম্যাচের নিষেধাজ্ঞার পাশাপাশি তার ম্যাচ ফি এর ১৫ শতাংশ জরিমানাও করা হয়েছে। শুক্রবার রাবাদা তার অপরাধ স্বীকার করে নিয়েছে। পাশাপাশি মেনে নিয়েছেন জরিমানা ও নিষেধাজ্ঞা। সে কারণে, কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

এমআর/এমএস

আরও পড়ুন