ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

মাদাম তুসো জাদুঘরে মেসি!

প্রকাশিত: ০৬:৫৭ এএম, ২১ মে ২০১৫

বিভিন্ন সময় স্বনামধন্য ব্যক্তিত্বদের মূর্তির জায়গা হয়েছে নিউইয়র্কের মাদাম তুসো জাদুঘরে। সেই ধারাবাহিকতায় এবার আর্জেন্টিনার ক্ষুদে ফুটবল জাদুকর মেসির মোমের ভাস্কর্য ক্রীড়া প্রেমিদের জন্য স্থাপন করলো জাদুঘর কর্তৃপক্ষ।

জাদুঘরের স্পোর্টস কর্ণারে মেসিকে রাখা হয়েছে। যেখানে আগে থেকেই শোভা পাচ্ছে টেনিসে বিশ্বের বর্তমান এক নম্বর সেরেনা উইলিয়ামস ও বক্সিংয়ের সর্বকালের অন্যতম সেরা মোহাম্মদ আলির মত ক্রীড়াবীদদের মোমের মূর্তি।  

চার মাস সময় নিয়ে বানানো মোমের মূর্তিতে দেখা যাচ্ছে আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি পরিহিত লিওনেল মেসি বাঁ-পায়ে বলকে তাড়া করছেন। দৃষ্টি অদূরের কোন গোলপোস্টে। ছবিটি ২০১৪ ব্রাজিল বিশ্বকাপের ম্যাচের একটি মুহূর্তের বলে জানিয়েছে জাদুঘর কর্তৃপক্ষ।

এমআর/এএ/পিআর