জিদানের সঙ্গে কত বছরের চুক্তি করবে রিয়াল!
দায়িত্ব নেয়ার মাত্র ১৭ থেকে ১৮ মাসের মধ্যে যেন সোনা ফলিয়েছেন জিনেদিন জিদান। দুটি চ্যাম্পিয়ন্স লিগ, একটি লা লিগাসহ জিতেছেন মোট ৫টি শিরোপা। জিদানের এমন সাফল্যে মুগ্ধ হয়ে ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ বলেছিলেন, ‘আজীবনের জন্যই রিয়ালের কোচ থাকবেন জিদান।’
তবে এটা ছিল কথার কথা। সত্যি সত্যি কোচ জিদানের সঙ্গে কত দিনের চুক্তি করবে রিয়াল? কবেই বা সেই চুক্তি সম্পাদিত হবে! চুক্তির বিষয়াদি নিয়ে কোচ যদি চিন্তিত থাকেন, তাহলে তার প্রভাব পড়তে পারে ড্রেসিং রুমেও এবং তাতে করে ক্লাবের পারফরম্যান্স খারাপও হয়ে যেতে পারে।
এসব বিষয় চিন্তা করেই প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ সরাসরি জানিয়ে দিয়েছেন, ক্লাবের এখন প্রথম চিন্তা এবং কাজই হলো জিদানের সঙ্গে চুক্তি নবায়ন করা। কত দিনের চুক্তি হবে সেটা? পেরেজ এটাও জানিয়ে দিয়েছেন। বলেছেন, যতদিন জিদান চুক্তি করতে চাইবে ততদিনের। এমনকি এর মধ্যে যদি কিছু নাও জিততে পারেন, তবুও কোচ হিসেবে দায়িত্ব চালিয়ে যাবেন তিনি।
ফ্লোরেন্তিনো পেরেজ, দলবদলের বাজার সরগরম হয়ে ওঠার আগেই জিদানের সঙ্গে চুক্তি নবায়নের বিষয়টা সেরে ফেলতে চান। ইএস রেডিওকে দেয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে পেরেজ বলেন, ‘অবশ্যই তিনি, ক্লাবে খুব সেফেই আছেন। আমাদের প্রথম কাজই হবে তিনি ছুটি থেকে ফেরার পরপরই নতুন চুক্তি স্বাক্ষর করে নেয়া।’
কেন পেরেজ এতটা মরিয়া হয়ে গেলেন জিদানের চুক্তি নবায়নের বিষয়ে? তিনি নিজেই জানিয়েছেন, ‘রিয়াল মাদ্রিদের ড্রেসিং রুম এবং ক্লাব সম্পর্কে জিদানের চেয়ে আর বেশি কেউ জানে না এবং বোঝে না। এটা একটা সুবিধাজনক হয়েছে যে, সে অনেক আগে থেকেই এর সঙ্গে যুক্ত ছিল এবং এ কারণেই গত ১৭ মাসে এমন সাফল্য পেয়েছে।’
অনেক সময়ই শোনা যায়, জিদান কতদিন রিয়ালের কোচ থাকতে পারবেন? কিংবা তার অধীনে খেলোয়াড়রাই বা কতদিন খেলে যেতে পারবেন? পেরেজ জানিয়ে দিয়েছেন, ‘অনেক সময়ই তাকে বলতে শোনা গিয়েছে যে, সে জানে না কতদিন এই ক্লাবে থাকতে পারবে। এমনকি খেলোয়াড়দের ভবিষ্যৎ সম্পর্কে তাকে জিজ্ঞাসা না করতেও মিডিয়াকে অনুরোধ জানিয়েছিল। আমি বলবো, যদি কিছু নাও জিততে পারে তবুও রিয়াল মাদ্রিদের কোচ থাকবে সে।’
আইএইচএস/পিআর