ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

নিয়ম ভেঙে বিতর্কে কোহলি

প্রকাশিত: ০৮:৫১ এএম, ১৯ মে ২০১৫

ম্যাচ চলাকালীন সময়ে সতীর্থ ছাড়া অন্য কারো সঙ্গে কোনো ক্রিকেটার কথা বলতে পারবেন না। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও দিল্লি ডেয়ারডেভিলসের ম্যাচ চলাকালীন সময়ে ভিআইপি বক্সে থাকা প্রেমিকা আনুশকার সঙ্গে গল্প করে নতুন বিতর্কের জন্ম দিলেন কোহলি।

বিতর্কটার জন্ম গত রোববার, আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও দিল্লি ডেয়ারডেভিলসের খেলা চলার সময়। ব্যাঙ্গালোরের চিন্নাস্বামী স্টেডিয়ামে বৃষ্টিতে খেলা অবশ্য তখন সাময়িক বন্ধ ছিল। সে সময় ভিআইপি বক্সে থাকা আনুশকার সঙ্গে গল্পে মেতে ওঠেন কোহলি। যে দৃশ্য দেখা যায় জায়ান্ট স্ক্রিনেও।

ব্যাঙ্গালোরের অধিনায়ক কোহলি এই নিয়ম ভাঙায় আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্লা বেশ বিরক্ত। তিনি বলেছেন, আমাদের কিছু বিষয়ে নিয়ম না ভাঙাই উচিত। আমি এ নিয়ে কোহলির সঙ্গে কথা বলেছি। তাকে বলেছি, আনুষ্ঠানিকভাবে ম্যাচ শেষ না হওয়া পর্যন্ত তার কথা বলা ঠিক হয়নি।

সেদিন খেলা বন্ধ থাকার সময় শুধু কোহলি নয়, যুবরাজ সিং ও দীনেশ কার্তিককেও দেখা গেছে ভিআইপি বক্সে। এ নিয়ে ভীষণ ক্ষুব্ধ অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটসম্যান ও এনডিটিভির ক্রিকেট বিশেষজ্ঞ ডিন জোন্স, খেলোয়াড়দের আর কত বোঝানো দরকার যে তাদেরই ক্রিকেটের বিশুদ্ধতা রক্ষা করতে হবে। এটা তাদেরই দায়িত্ব। খেলোয়াড়রাই তো ক্রিকেটের বিশ্বস্ত প্রহরী।

এমআর/পিআর