বৃষ্টিতে পরিত্যক্ত ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তানের কাছে হেরে কিছুটা বিপর্যস্ত ভারত দল। এর উপর কোহলি-কুম্বলের দ্বন্দ্বতে কোচের পদত্যাগের পর চারদিক থেকে বইছে কোহলিকে নিয়ে সমালোচনা। এরই মধ্যে কোচ ছাড়াই ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েছে ভারত দল। তবে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে।
পোর্ট অব স্পেনে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ভারতকে দুর্দান্ত সূচনা এনে দেন দুই ওপেনার আজিঙ্কা রাহানে ও শিখর ধাওয়ান। উদ্বোধনী জুটি থেকে আসে ১৩২ রান। দুইজনই তুলে নেন অর্ধশতক। রাহানেকে (৬২) ফিরিয়ে তাদের দারুণ এ জুটি ভাঙেন আলজারি জোসেফ। ক্যারিবিয়ান এই বোলারের স্লোয়ার ঠিকমত ব্যাটে লাগাতে ব্যর্থ হলে বল উঠে যায় শুন্যে। সেখান থেকে জমা পড়ে হোল্ডারের হাতে।
এরপর বিরাট কোহলিকে নিয়ে ধাওয়ান যোগ করেন ৩৬ রান। দারুণ ব্যাটিং করছিলেন ধাওয়ান। এগিয়ে যাচ্ছিলেন শতকের দিকে। তবে ৮৭ রান করে বিশুর বলে এলবিডব্লিউ হন তিনি। থিতু হওয়ার আগেই ফিরেন যুবরাজ (৪)। এরপর ধোনিকে নিয়ে এগিয়ে যান কোহলি। ৩৮ ওভারের সময় একবার হানা দেয় বৃষ্টি।
তারপর আবার শুরু হয় খেলা। তবে মাত্র নয় বল পরে আবার বাগড়া দেয় বৃষ্টি। এক সময় বৃষ্টি আইনে ওয়েস্ট ইন্ডিজের টার্গেট দাঁড়ায় ২৬ ওভারে ১৯৪। কিন্তু বৃষ্টির কারণে আর খেলা না হলে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।
এমআর/জেআইএম