ভনের সেরা একাদশে সাকিব, নেই তামিম
চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হওয়ার পর থেকেই ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসিসহ ক্রিকেটের অন্যান্য ওয়েবসাইট ও বিশ্লেষকরা পারফর্মেন্সের ভিত্তিতে সেরা একাদশ তৈরি করছেন। এরই ধারাবাহিকতায় নিজেদের সেরা একাদশ ঘোষণা করলেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন। আর এই তালিকায় জায়গা করে নিয়েছেন সাকিব আল হাসান।
এর আগে বিভিন্ন সেরা একাদশে তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদের জায়গা হলেও, ভনের একাদশে সাকিবই বাংলাদেশের একমাত্র প্রতিনিধিত্বকারী।
এদিকে ভনের একাদশে শিখর ধাওয়ান ও রোহিত শর্মার জায়গা হলেও, জায়গা হয়নি ভারত অধিনায়ক বিরাট কোহলির। চ্যাম্পিয়ন পাকিস্তানের সর্বোচ্চ পাঁচজন খেলোয়াড় রয়েছেন এই একাদশে। পাকিস্তানের অধিনায়ক সরফরাজই তার দলের অধিনায়ক। এছাড়া ইংল্যান্ডের তিনজন, ভারতের দুইজন ও বাংলাদেশের একজন আছেন এই একাদশে।
মাইকেল ভনের সেরা চ্যাম্পিয়নস ট্রফি একাদশ
ফখর জামান, শিখর ধাওয়ান, রোহিত শর্মা, জো রুট, সাকিব আল হাসান, সরফরাজ আহমেদ (অধিনায়ক), বেন স্টোকস, আদিল রশিদ, মোহাম্মদ আমির, হাসান আলি, জুনাইদ খান।
এমআর/আরআইপি