ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রনকি

প্রকাশিত: ০৫:২৬ এএম, ২২ জুন ২০১৭

ব্যাট হাতে সময়টা খুব বেশি ভালো যাচ্ছিল না কিউই উইকেটরক্ষক-ব্যাটসম্যান লুক রনকির। ত্রিদেশীয় সিরিজের পর চ্যাম্পিয়ন্স ট্রফিতেও নিজেকে মেলে ধরতে পারেননি এই তারকা। এবার হঠাৎ করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন নিউজিল্যান্ডের এই  উইকেটরক্ষক ব্যাটসম্যান।

নিউজিল্যান্ডে জন্ম হলেও আন্তর্জাতিক ক্রিকেটে রনকির অভিষেক হয় অস্ট্রেলিয়ার হয়ে। ২০০৮ থেকে ২০০৯ সাল পর্যন্ত তিনি অসিদের হয়ে ৪টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টিতে মাঠে নামেন। ২০১৩ সালে তিনি আবার নিউজিল্যান্ডে ফেরেন। এরপর কিউইদের হয়ে ৪টি টেস্ট, ৮৫টি ওয়ানডে ও ৩২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।

কিউইদের হয়ে ওয়ানডে রনকির স্মরণীয় ইনিংস ২০১৫ সালে ডানেডিনে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে ৯৯ বলে অপরাজিত ১৭০ রান। আর ২০১৫ সালে টেস্ট অভিষেকে ইংল্যান্ডের বিপক্ষে করেছিলেন ৮৮ ও ৩১।

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেও ঘরোয়া ক্রিকেটে খেলা চালিয়ে যাবেন ৩৬ বছর বয়সি এই ব্যাটসম্যান। পরিবারকে আরো বেশি সময় দিতেই আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেন বলে জানিয়েছেন তিনি।

এমআর/আরআইপি

আরও পড়ুন