ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

কুম্বলের পদত্যাগ : রবি শাস্ত্রিই কী তবে নাটের গুরু!

প্রকাশিত: ০৩:১৮ পিএম, ২১ জুন ২০১৭

চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগেই গুঞ্জন শোনা যাচ্ছিল। বিরাট কোহলির সঙ্গে বিরোধ কোচ অনিল কুম্বলের। কোহলি নাকি সহ্যই করতে পারছেন না কুম্বলেকে। তবে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে আপাতত সেই বিরোধ খুব একটা চোখে পড়েনি। ভারতীয় মিডিয়া তো পাখির চোখ করে ছিল, কোচ এবং অধিনায়ক দু’জন দু’দিকে চলছে কি না, তা দেখার জন্য। দেখলেই হয়তো বোম ফাটিয়ে দিতো।

কিন্তু বোমটা আর অক্ষত রইলো না। ফাটলোই। অনিল কুম্বলে নিজে থেকেই ঘোষণা দিলেন তিনি পদত্যাগ করছেন। শুধু তাই নয়, কারণ হিসেবে তিনি কোহলির পছন্দ নন বলেও প্রকাশ্যে জানিয়ে দিলেন। এ নিয়ে এখন তোলপাড় পুরো ভারতের ক্রিকেট অঙ্গন। কোহলি হয়তো অধিনায়ক। তার ব্যক্তিগত পছন্দ অপছন্দ থাকতেই পারে; কিন্তু তাই বলে কে কোচ থাকবেন বা থাকবেন না- এটা নির্ধারণ করা এখতিয়ার তো কোহলির না!

অনিল কুম্বলের পদত্যাগের পরই গুঞ্জন উঠে গেছে, কোহলিকে সামনে রেখে পেছন থেকে আসলে কলকাঠি নাড়ছে কে? কে সেই নাটেরগুরু! ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা করছে না তো সেই নাটের গুরুটি?

ভারতীয় মিডিয়ায় উঠে আসছে, কোহলির পেছনে আসল নাটের গুরু হিসেবে কলকাঠি নাড়ছেন ভারতীয় ক্রিকেটের সাবেক টিম ডিরেক্টর কাম কোচ রবি শাস্ত্রি। টিম ডিরেক্টর কাম কোচ থাকাকালীন রবি শাস্ত্রিই কোহলিকে টেস্ট অধিনায়ক বানিয়েছেন। ওয়ানডে এবং টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবেও তাকে প্রতিষ্ঠিত করে গেছেন।

গতবছর এই রবি শাস্ত্রিকে হারিয়েই কুম্বলে কোচ হয়েছিলেন। এবার তো শাস্ত্রি আবেদনই করেননি। তবুও নতুন কোচ নির্ধারণের আগে তার নাম ভেসে উঠেছে। ভারতীয় বোর্ডের সূত্রের বরাত দিয়ে ভারতীয় মিডিয়া জানাচ্ছে, অধিনায়ক কোহলি রবি শাস্ত্রিই আবার চান তাদের কোচ এবং ডিরেক্টর হিসেবে।

সুতরাং, কুম্বলের উত্তরসূরী নির্ধারণে হঠাৎ করে আবারও আলোচনায় উঠে আসলেন রবি শাস্ত্রি। তাকে ঘিরেই শুরু হয়েছে জল্পনা-কল্পনা। গতবছর কোচ নির্বাচনের সময় শাস্ত্রি সশরীরে না এসে বিদেশে ছুটি কাটাতে কাটাতে ক্রিকেট অ্যাডভাইজরি কমিটির (সিএসি) কাছে ইন্টারভিউ দেন।

অবশেষে যখন কুম্বলেকে নিয়োগ দেয়া হলো, তখন সৌরভকে কোচ হতে না পারার জন্য দোষারোপ করেন শাস্ত্রি। যা নিয়ে পরে শাস্ত্রি-সৌরভ কথা কাটাকাটির পর্যায়ে চলে গিয়েছিল। দু’জনই প্রকাশ্যে এ নিয়ে বক্তব্য দিয়েছেন।

এবারও মনে করা হয়েছিল, যেহেতু কোচ পদে আবেদন করেননি, ফলে তিনি এই বিতর্ক থেকে দূরে থাকবেন; কিন্তু তা হয়নি। ফের একবার উড়ে এসে জুড়ে বসেছেন শাস্ত্রি। বিসিসিআইর ক্রিকেট অ্যাডভাইজরি কমিটি (সিএসি) এবং বিসিসিআইকে খুব তাড়াতাড়ি কোচ নির্বাচন করতে হবে। শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি এবং ভিভিএস লক্ষ্মণের টেবিলে আচানক উঠে আসছে রবি শাস্ত্রির নামও। কে জানে, আড়াল থেকে হঠাৎ সামনে চলে আসেন কি না ভারতের সাবেক এই অধিনায়ক!

এই মুহর্তে মোট পাঁচজন নিয়ম মেনে কোচ পদে আবেদন করেছেন। নিয়মানুযায়ী তাদের মধ্যে থেকেই কোচ বাছাই করে নেয়ার কথা। এই পাঁচজন হলেন বিরেন্দর শেবাগ, টম মুডি, রিচার্ড পাইবাস, লালচাঁদ রাজপুত এবং ডোডা গণেশ।

আইএইচএস/এমএস

আরও পড়ুন