ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

পাকিস্তানকে সমর্থন করায় ভারতে গ্রেফতার ২০

প্রকাশিত: ১১:৪৭ এএম, ২১ জুন ২০১৭

পাকিস্তান ক্রিকেট দলকে সমর্থন করায় ভারতে ২০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়েছে।

ভারতের দুটি ভিন্ন প্রদেশ থেকে এই ২০ জনকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তার করা সবাই মুসলিম। গত রোববার ভারতের মধ্যপ্রদেশের বুরহানপুর জেলায় ১৫ জনকে আটক করে পুলিশ। এরপর বিকানের জেলা থেকে ৫ জনকে গ্রেফতার করা হয়। আদালাত তাদের জামিন নামঞ্জুর করেছেন। খবর ইন্ডিয়াটুডের।

রিপোট অনুযায়ী- ইমরান, সঞ্জয় খান, তানভীর, শোয়েব ও ওয়াসিমরা পাকিস্তানের জয়ে উল্লাস করেছেন। ঢাক-ঢোল পিটিয়ে নেচেছেন। পাকিস্তানের পক্ষে স্লোগান দিয়েছেন। এ সময় কেউ কেউ ভারতবিরোধী স্লোগান দিয়েছেন। রাস্তায় আতশবাজি পোড়াচ্ছিলেন।

প্রতিবেদনে আরও বলা হয়, ভারতের ‘ডানপন্থী’ সংগঠন বিশ্ব হিন্দু পরিষদের অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ ব্যবস্থা নিয়েছে। ওই ২০ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনেছে সংগঠনটি। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তিরা শৃঙ্খলা ভঙ্গ করেছেন। ভারতীয় হয়েও পাকিস্তানের পক্ষে স্লোগান দিয়েছেন।

এনইউ/এমএস

আরও পড়ুন