ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

অনিল কুম্বলের পদত্যাগ

প্রকাশিত: ০৩:৩৮ পিএম, ২০ জুন ২০১৭

ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচের পদ থেকে পদত্যাগ করেছেন অনিল কুম্বলে। মঙ্গলবার ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) বিষয়টি নিশ্চিত করেছে।

বিসিসিআই’র বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম জানায়, চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হতেই ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয় কুম্বলের। চুক্তি নবায়নে সম্মত হননি ভারতের সাবেক এ ক্রিকেটার।

তবে পদত্যাগের বিষয়ে আলোচনায় আসছে চ্যাম্পিয়ন্স ট্রফি চলার সময়ে ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি ও কুম্বলের মধ্যে মনোমালিন্যের বিষয়টি।

আর এর জের ধরেই বোর্ড কর্তাদের কোহলি স্পষ্ট জানিয়ে দেন কোচ হিসেবে কুম্বলেকে আর চাইছেন না তিনি। অবশেষে যেনো তার সে চাওয়াই মেনে নিলেন বোর্ড কর্তারা।

মঙ্গলবার কুম্বলেকে ছাড়াই ওয়েস্ট ইন্ডিজের প্লেন ধরেছেন ধোনিরা। এরপরই গুঞ্জন শুরু হয় কুম্বলে পদত্যাগ করছেন। আর এর কিছুক্ষণ পরই ভারতীয় বোর্ডকে পদত্যাগের কথা জানিয়ে দেন কুম্বলে।

এদিকে ২৩ জুন থেকে ক্যারাবিয়ান দ্বীপ রাষ্ট্র ওয়েস্ট ইন্ডিজে শুরু হচ্ছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট সিরিজ।

এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের পরপরই বিসিসিআইয়ের সঙ্গে কুম্বলের মেয়াদ শেষ হয়। আর এর আগেই কোচের নিয়োগ বিষয়ে বিজ্ঞপ্তিও জারি করেছে ভারতীয় বোর্ড।

এরমধ্যে দেশীয়দের মধ্যে সৌরভ গাঙ্গুলি, শচীন টেন্ডুলকার ও বিরেন্দর শেবাগের নাম শোনা যাচ্ছে বেশি করে।

এমএমএ/এমএস

আরও পড়ুন