ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের নতুন রেকর্ড
অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে পেছনে ফেলে প্রথমবারের মত আইসিসির কোন ইভেন্টে সেমিফাইনালে জায়গা করে নেয় বাংলাদেশ। শেষ চারের ম্যাচে ভারতের কাছে হেরে ফাইনাল খেলার স্বপ্ন শেষ হয় মাশরাফিবাহিনীর। তবে এ ম্যাচে কোন অতিরিক্ত রান না দিয়ে ওয়ানডে ক্রিকেটে নতুন রেকর্ড গড়েছে বাংলাদেশ।
বার্মিংহামের এজবাস্টনে টস হেরে ব্যাট করতে নেমে তামিম ও মুশফিকের হাফ সেঞ্চুরির উপর ভর করে প্রথমে ২৬৪ রান করে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে শিখর ধাওয়ানের উইকেট হারিয়ে ৪০.১ ওভারে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত। আর এ ম্যাচে বাংলাদেশের আটজন বোলার বোলিং করলেও কোন অতিরিক্ত রান দেয়নি। আর এতেই ওয়ানডে ক্রিকেট নতুন রেকর্ড গড়ে বাংলাদেশ।
ওয়ানডেতে এর আগে এ রেকর্ড ছিল সংযুক্ত আরব আমিরাতের পক্ষে। চলতি বছর স্কটল্যান্ডের বিপক্ষে ২২৯ রানের ইনিংসে কোন অতিরিক্ত রান দেয়নি দলটি।
আর টেস্ট এ রেকর্ডটি এখনো ভারতের দখলে। ১৯৫৪-৫৫ সালে লাহোরে ভারতের বিপক্ষে পাকিস্তান প্রথম ইনিংসে ৩২৮ রান করে। আর ওই ইনিংসে কোন অতিরিক্ত রান দেয়নি ভারত।
এমআর/আরআইপি