ব্যাটে সেরা শিখর, বলে সেরা হাসান আলি
শিখর ধাওয়ান পরীক্ষিত ব্যাটসম্যান। এমনিতেই সব সময় ব্যাটে ঝড় তোলেন। ঝড় তুলতে পছন্দ করেন। আইপিএল খেলে উঠে আসা ভরতের এই ওপেনার ব্যাট করেন ভয়-ডরহীন। যে কোনো প্রতিপক্ষ, যে কোনো বোলার তার কাছে যেন নস্যি। তার ব্যাটে রান উঠবে এটাই স্বাভাবিক।
অন্যদিকে ভারতের আরও ব্যাটসম্যান রয়েছেন, যারা যে কোনো টুর্নামেন্টে সেরা হওয়ার ক্ষমতা রাখে। রোহিত শর্মা, বিরাট কোহলি, যুবরাজ সিং, মহেন্দ্র সিং ধোনিদের মত ব্যাটসম্যানরা যে দলে থাকেন, তাদেরকে ব্যাটিং পাওয়ার হাউজ বললেও অত্যুক্তি হবে না।
এবারের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকা দেখলে সেটাই প্রতীয়মান হবে। শীর্ষ দুইজন ব্যাটসম্যানই ভারতের। শিখর ধাওয়ান এবং রোহিত শর্মা। সেরা পাঁচে রয়েছেন বিরাট কোহলিও। তবুও ফাইনালে ব্যাটিং বিপর্যয় ঘটেছে ভারতের। পাকিস্তানের কাছে হারতে হলো ১৮০ রানের বিশাল ব্যবধানে।
অন্যদিকে সব সময়ই বোলার জন্মদাত্রী দেশ হিসেবে পরিচিত পাকিস্তান। দেশটিতে রয়েছে যেন পেসারের খনি। অলি-গলি থেকে উঠে আসে পেসার। টুর্নামেন্ট শুরুর আগে দলটির সেরা পেসার মোহাম্মদ আমির। হাসান আলির নামই জানতো না কেউ। সেই হাসান আলিই এবারের টুর্নামেন্টের সেরা বোলার।
সর্বোচ্চ রান সংগ্রহকারী (সেরা ১০)
খেলোয়াড় |
ম্যাচ |
রান |
সর্বোচ্চ |
গড় |
১০০ |
৫০ |
শিখর ধাওয়ান (ভারত) |
৫ |
৩৩৮ |
১২৫ |
৬৭.৬০ |
১ |
২ |
রোহিত শর্মা (ভারত) |
৫ |
৩০৪ |
১২৩* |
৭৬.০০ |
১ |
২ |
তামিম ইকবাল (বাংলাদেশ) |
৪ |
২৯৩ |
১২৮ |
৭৩.২৫ |
১ |
২ |
জো রুট (ইংল্যান্ড) |
৪ |
২৫৮ |
১৩৩* |
৮৬.০০ |
১ |
১ |
বিরাট কোহলি (ভারত) |
৫ |
২৫৮ |
৯৬* |
১২৯.০০ |
০ |
৩ |
ফাখর জামান (পাকিস্তান) |
৪ |
২৫২ |
১১৪ |
৬৩.০০ |
১ |
২ |
কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড) |
৩ |
২৪৪ |
১০০ |
৮১.৩৩ |
১ |
২ |
আজহার আলি (পাকিস্তান) |
৫ |
২২৮ |
৭৬ |
৪৫.৬০ |
০ |
৩ |
ইয়ন মরগ্যান (ইংল্যান্ড) |
৪ |
২০৮ |
৮৭ |
৬৯.৩৩ |
০ |
২ |
বেন স্টোকস (ইংল্যান্ড) |
৪ |
১৮৪ |
১০২* |
৯২.০০ |
১ |
০ |
সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী (সেরা ১০)
খেলোয়াড় |
ম্যাচ |
রান |
উইকেট |
সেরা |
গড় |
ইক.রেট |
৪ |
৫ |
হাসান আলি (পাকিস্তান) |
৫ |
১৯১ |
১৩ |
৩/১৯ |
১৪.৬৯ |
৪.২৯ |
০ |
০ |
জস হ্যাজলউড (অস্ট্রেলিয়া) |
৩ |
১৪২ |
৯ |
৬/৫২ |
১৫.৭৭ |
৫.০৭ |
০ |
১ |
জুনায়েদ খান (পাকিস্তান) |
৪ |
১৫৫ |
৮ |
৩/৪০ |
১৯.৩৭ |
৪.৫৮ |
০ |
০ |
লিয়াম প্লাঙ্কেট (ইংল্যান্ড) |
৪ |
১৯৬ |
৮ |
৪/৫৫ |
২৪.৫০ |
৫.৮৫ |
২ |
০ |
আদিল রশিদ (ইংল্যান্ড) |
৩ |
১৪২ |
৭ |
৪/৪১ |
২০.২৮ |
৪.৭৩ |
১ |
০ |
ভুবনেশ্বর কুমার (ভারত) |
৫ |
১৯৭ |
৭ |
২/২৩ |
২৮.১৪ |
৪.৬৩ |
০ |
০ |
অ্যাডাম মিলনে (নিউজিল্যান্ড) |
৩ |
১৪৬ |
৬ |
৩/৭৯ |
২৪.৩৩ |
৬.৮৪ |
০ |
০ |
নুয়ান প্রদীপ (শ্রীলঙ্কা) |
৩ |
১৮৭ |
৬ |
৩/৬০ |
৩১.১৬ |
৬.২৩ |
০ |
০ |
ইমরান তাহির (দক্ষিণ আফ্রিকা) |
৩ |
৮০ |
৫ |
৪/২৭ |
১৬.০০ |
৪.৩২ |
১ |
০ |
মরনে মর্কেল (দক্ষিণ আফ্রিকা) |
৩ |
৮৭ |
৫ |
৩/১৮ |
১৭.৪০ |
৪.৩৫ |
০ |
০ |
আইএইচএস/পিআর