ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

মাশরাফিকে ‘দার্শনিক অধিনায়ক’ বললেন ভারতীয় আইনজীবী

প্রকাশিত: ১০:৪০ এএম, ১৮ জুন ২০১৭

গত দুই বছর ধরে বাংলাদেশ দল অনেক উন্নতি করেছে। নিজেদের গড়ে তুলেছে ‘টিম বাংলাদেশ’ হিসেবে। মাশরাফি বিন মর্তুজা নামক জিয়নকাঠির ছোঁয়ায়। তার নেতৃত্বে ২০১৫ সালে বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে খেলেছিল বাংলাদেশ।

এবার তারই অধীনে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে খেললেন টাইগাররা। আইসিসির বৈশ্বিক আসরে প্রথমবারের মতো সেমিতে খেলার কৃতিত্ব দেখাল বাংলাদেশ। ১৫ বছর ধরে বল হাতে দারুণ সফল মাশরাফি। নড়াইল এক্সপ্রেস সফল নেতৃত্বেও।

এ তো গেল মাঠের মাশরাফি। মাঠের বাইরে ব্যক্তি মাশরাফি সফল। বেশ জনপ্রিয়ও। ভারতের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং আইনজীবী শশী থারুর যেমন বনে গেলেন মাশরাফির ভক্ত। বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়কের প্রশংসায় পঞ্চমুখ তিনি। মাশরাফিকে তো দার্শনিক অধিনায়ক’ই বলে ফেললেন ভারতীয় এই আইনজীবী।

নিজের টুইটার পেজে মাশরাফির একটি ছবি পোস্ট করেছেন শশী থারুর। যে ছবির ওপরে লেখা মাশরাফির একটি উক্তি। যেখানে শ্রমিকদের উচ্ছ্বসিত প্রশংসা করেছিলেন টাইগার অধিনায়ক।

ছবির পাশে মাশরাফির প্রশংসায় টুইটার পেজে শশী থারুর লিখেছেন, ‘বাংলাদেশের দার্শনিক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার ক্রিকেটের ওপর মানসিক দৃঢ়তার প্রতি সম্মান জানাই। (মাশরাফির মতো) আসল তারকাদের (শ্রমিকদের) প্রশংসা করুন।’ ভারত-পাকিস্তানের মধ্য ফাইনাল উপভোগ করার আহ্বান জানান শশী, ‘ফাইনাল ম্যাচটি উপভোগ করুন।’

শশী থারুরের শেয়ার করা ছবির ওপরে শ্রমিকদের উদ্দেশ্যে মাশরাফির উক্তিটি ছিল এমন, ‘তারকা হলেন শ্রমিকরা, দেশ গড়ে ফেলছেন। ক্রিকেট দিয়ে আমরা কি বানাতে পারছি? একটা ইটও কি ক্রিকেট দিয়ে বানানো যায়? একটা ইটও কি ক্রিকেট দিয়ে বানানো যায়? একটা ধান জন্মায় ক্রিকেট মাঠে? যারা ইট দিয়ে দালান বানান, কারখানায় এটা-ওটা বানান বা ক্ষেতে ধান জন্মান, রিয়েল তারকা তো তারাই।’

এনইউ/আরআইপি

আরও পড়ুন