ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

সৌম্য-মোস্তাফিজদের প্রতি আস্থা মাশরাফির

প্রকাশিত: ০৫:০৮ এএম, ১৬ জুন ২০১৭

সেইমিফাইনালে হারের পর এদের নিয়ে বেশ সমালোচনাও তৈরি হয়েছে। তবে, টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা তাদের প্রতিই আস্থা রাখছেন।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ‘যারা এই টুর্নামেন্টে খারাপ খেলেছে তারা শেষ কয়েক বছর ধরেই বাংলাদেশ দলে খেলছে। এখন আবার আরেকজনকে এনে তৈরি করা এতোটা সহজ না। আমার মনে হয় যারা ক্রিকেট বোঝে তারা অবশ্যই বলবে তাদের আরও সুযোগ দেয়া উচিত। এদের উপর পূর্ণ আস্থা রাখলে, সামনের বিশ্বকাপে এরা ভালো খেলবে।’

এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদের ফর্ম নিয়েও বেশ আলোচনা হচ্ছিলো। শ্রীলঙ্কা সফরে মাহমুদউল্লাহকে দল থেকে বাদ দেয়ার জন্যও জল কম ঘোলা হয়নি। অথচ চ্যাম্পিয়ন্স ট্রফির পুরো আসর জুড়েই ব্যাট হাতে ধারাবাহিক ছিলেন মাহমুদউল্লাহ। আর নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত এক সেঞ্চুরি করে দলকে সেমিতে নিয়ে যান সাকিব।

simgad

এই প্রসঙ্গে টাইগার অধিনায়ক বলেন, ‘সাকিব যখন পারফর্ম করতে পারছিলো না তখন সাকিবকে নিয়ে কথা হচ্ছিলো। রিয়াদকে নিয়েও শ্রীলঙ্কা সফরের সময় কথা হচ্ছিলো। অভিজ্ঞতা সবসময়ই গুরুত্বপূর্ণ। অভিজ্ঞরা এখানে ভালো খেলেছে। তরুণ ক্রিকেটাররাও শ্রীলঙ্কা সফর ও আয়ারল্যান্ড সফর পর্যন্ত ভালো খেলেছিলো। আমার মনে হয় না শারীরিকভাবে তাদের কোনো সমস্যা আছে। মানসিকভাবে একটু শক্ত হলে তাদের কাজটা সহজ হবে। পরবর্তী সময়ে যদি তারা মনে রাখে যে এই ধরণের টুর্নামেন্টে কিভাবে খেলতে হয়। তাহলে এটা আরও সাহায্য করবে।’

এমআর/এমএস

আরও পড়ুন