ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

‘আমাদের মানসিকভাবে আরও শক্ত হতে হবে’

প্রকাশিত: ০৪:৪৬ এএম, ১৬ জুন ২০১৭

প্রথমবারের মতো কোনো সেমিফাইনালে গিয়েও ফাইনাল খেলার স্বপ্নপূরণ হলো না বাংলাদেশ দলের। ভারতের কাছে হেরে সেমি থেকেই বিদায় নিয়েছে টাইগাররা। ব্যাটিংয়ের এক পর্যায়ে দারুণ সম্ভবনা জাগিয়েছিল মাশরাফিবাহিনী। তবে শেষ দিকে ব্যাটসম্যানদের ব্যর্থতায় তা আর হয়নি। এ রকম বড় আসরে তাই মানসিকভাবে আরও শক্ত হওয়ার পরামর্শ দিলেন টাইগার অধিনায়ক মাশরাফি।

প্রথমবারের মত সেমিতে গিয়ে ভারতের কাছে হেরে ফাইনালে উঠতে না পারার হতাশা নিশ্চয়ই আছে বাংলাদেশ দলের। তবে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে যাওয়াটাও কম প্রাপ্তি নয়। মাশরাফি বলেন, ‘টুর্নামেন্টে আমরা ভালো খেলেছি। তবে আরও উন্নতি করতে হবে। আমাদের আরও শিখতে হবে। আমাদের মানসিকভাবে আরও শক্ত হতে হবে। আর এ রকম ম্যাচ বেশি বেশি খেললেই সেটা হবে।’

simgad

এদিকে ফাইনালে যেতে না পারলেও চ্যাম্পিয়ন্স ট্রফির মত আসরে সেমিফাইনাল খেলার অভিজ্ঞতা ভবিষ্যতে দলকে আরও অনুপ্রাণিত করবে বলে বিশ্বাস করে মাশরাফি বলেন, ‘আমাদের দলে অনেক তরুণ খেলোয়াড় আছে। তারা হয়তো এই টুর্নামেন্টে ভালো করতে পারেনি। তবে আমাদের কয়েকজন অভিজ্ঞ খেলোয়াড়ও আছে। আশা করি পরের বার আমরা ভালোভাবে ফিরে আসব।’

এমআর/এমএস

আরও পড়ুন