ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

আর এক বছর ফুটবল খেলবেন বুফন

প্রকাশিত: ১০:৪৪ এএম, ১৩ জুন ২০১৭

বিদায় তো একদিন বলতেই হবে। জিয়ানলুইজি বুফনও তার ব্যতিক্রম নন। ইতালির হয়ে বিশ্বকাপজয়ী এই গোলরক্ষক সেই সময়টাই হয়তো দেখছেন। আর এক বছর ফুটবল খেলবেন বুফন! এরপর অবসরের ঘোষণা দিয়ে দিতে পারেন তিনি।

জুভেন্তাসের হয়ে বেশ কয়েকটি শিরোপা জিতেছেন বুফন। জিততে পারেননি শুরু চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা। সর্বশেষ আসরে রিয়াল মাদ্রিদের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে জুভিদের। অপেক্ষায় আছেন ওই ট্রফি জয়ের।

স্কাই স্পোর্টস-২৪কে বুফন বলেন, ‘আমি অবসর নিচ্ছি, এটা ৯৯.৯ শতাংশ নিশ্চিত। আমি একটি ফাইনালে যাচ্ছি। গুরুত্বপূর্ণ মৌসুম। ভালো মুহুর্তগুলো আরও সমৃদ্ধ হওয়া চাই। তাহলেই বিদায়টা বলে দেয়াটা যথার্থ হবে।’

আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ জিততে চান বুফন। চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারলেই কিনা পরবর্তী বিশ্বকাপের কথা ভাবছেন তিনি। অন্যথায় নয়। তার মানে, ক্যারিয়ারের শেষটা রাঙিয়ে তুলতে চান কিংবদন্তি এই গোলরক্ষক।

‘জুভেন্তাসের প্রেসিডেন্টের সঙ্গে এই বিষয় খোলামেলা কথা বলতে হবে। আমরা যদি চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারি, তাহলে আরও এক বছর খেলব; বিশ্বকাপ ও অন্যান্য ট্রফি জয়ের জন্য।’-যোগ করেন ইতালিয়ান গ্রেট।

এনইউ/পিআর

আরও পড়ুন