সাত পরিবর্তন নিয়ে বিকেলে অস্ট্রেলিয়ার মুখোমুখি ব্রাজিল
আর্জেন্টিনার কাছে হারের পরে শিক্ষা হল ব্রাজিল কোচ তিতের। মেলবোর্নে আজ তাই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সাতটা পরিবর্তন এনে দল সাজাচ্ছেন সেলেসাওদের কোচ । বাংলাদেশ সময় বিকাল ৪টা ৫ মিনিটে শুরু হবে অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল ম্যাচটি।
বিশ্বকাপ বাছাই পর্বের শেষ দিকের লড়াই শুরুর আগে ফেবারিটরা নিজেদের ঝালাই করে নিতেই খেলে বেড়াচ্ছে প্রীতি ম্যাচগুলো। তারই অংশ হিসেবে মেলবোর্নে গত সপ্তাহে মুখোমুখি হয়েছিল ব্রাজিল এবং আর্জেন্টিনা। আজ স্বাগতিক অস্ট্রেলিয়ারই বিপক্ষে মাঠে নামছে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়নরা।
তিতে আজ যেভাবে পরিবর্তন আনছেন দলে, তাতে দু’বছর পরে ডিফেন্সে একইসঙ্গে দেখা যেতে চলছে ডেভিড লুইজ এবং থিয়াগো সিলভাকে। তবে লুইজ খেলবেন হোল্ডিং মিডফিল্ডার হিসেবে, ফার্নান্ডিনহোর জায়গায়। আড়াই বছর পরে দলে ফিরছেন গোলরক্ষক দিয়েগো আলভেজও। গোলরক্ষক কোচ ক্লদিও তাফারেলের পরামর্শেই তাকে ডাকা হয়েছে। এর কারণ, প্রথম গোলরক্ষক অ্যালিসন এবার রোমার হয়ে ঘরোয়া লিগ বেশি ম্যাচে খেলেননি।
রাইটব্যাকে আসতে চলেছে রাফিনহা। এছাড়াও ফিলিপ লুইস, রেনাতো অগাস্তো এবং উইলিয়ানের জায়গা আসছেন যথাক্রমে আলেক্স সান্দ্রো, জিউলিয়ানো এবং ডগলাস কস্তা।
অস্ট্রেলিয়া আসার আগে তিতে বলেছিলেন ফিলিপে কৌতিনহোকে ডিপ মিডফিল্ডে খেলাবেন। আর্জেন্টিনার বিরুদ্ধে কিছুটা সময় সেই ভূমিকায় খেললেও, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শুরু থেকেই সেখানে দেখা যাবে কৌতিনহোকে।
এদিকে, আগের ম্যাচ নিকোলাস ওতামেন্ডির কনুইয়ে চোয়ালে আঘাত পান গ্যাব্রিয়েল জেসুস। তবে ক্লাব সতীর্থের প্রতি কোনও ক্ষোভ নেই তার। ওতামেন্দিকে নিয়ে তিনি বলেন, ‘তার কোনও খারাপ উদ্দেশ্য ছিল না। খুব স্বাভাবিক চ্যালেঞ্জ ছিল ওটা।’
সঙ্গে জুড়ে দেন, ‘ড্রেসিংরুমে ফেরার পরেও সে আমাকে মেসেজ করেছিল। খুব ভাল ছেলে ও।’
আইএইচএস/এমএস