ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

পাকিস্তান সফরে ইতিবাচক বাংলাদেশ : শাহরিয়ার

প্রকাশিত: ০২:০৮ পিএম, ১৫ মে ২০১৫

সম্প্রতি বাংলাদেশ-ভারত সফর শেষে দেশে ফিরে স্থানীয় সাংবাদিকদের পিসিবি প্রধান শাহরিয়ার বলেছেন, আমরা বাংলাদেশকে পাকিস্তানে একটা সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছে। তারা এ ব্যাপারে ইতিবাচক সাড়াও দিয়েছে। আমরা তাদের অনূর্ধ্ব-১৯ ও মহিলা দলকেও পাকিস্তানে পাঠানোর কথা বলছি। বাংলাদেশ মহিলা দলের পাকিস্তান আসার ব্যাপারটি আগস্টের শুরুতে হতে পারে।

এদিকে ভিন্ন কথা বলছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি থেকে বলা হয়েছে, পাকিস্তানে মূল দল পাঠানোর ব্যাপারে কোনো আলোচনাই হয়নি।

বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বললেন, ‘পিসিবি চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে মূল দল পাঠানোর ব্যাপারে এখনো আমাদের কোনো কথা হয়নি। কথা হয়েছে কেবল মহিলা দল ও ডেভেলপমেন্ট প্রোগ্রামের টিম পাঠানোর ব্যাপারে।’

পাকিস্তানে নিরাপত্তা পরিস্থিতি আগের মতোই। এ মাসের শুরুতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাকিস্তানে নিযুক্ত নরওয়ে ও ফিলিপাইনের রাষ্ট্রদূত মারা যান। দুর্ঘটনার আসল কারণ জানা না গেলেও তালেবানরা দাবি করেছে, তাদের হামলাতেই হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। মাত্রই কদিন আগে করাচিতে বন্দুকধারীর গুলিতে ৪৩ বাসযাত্রী নিহত হন।

এসকেডি/বিএ/পিআর