ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

সাকিব-রিয়াদের প্রশংসায় উইলিয়ামসন

প্রকাশিত: ০৬:৩১ এএম, ১০ জুন ২০১৭

মাত্র ৩৩ রানে তামিম, সৌম্য, সাব্বির এবং মুশফিকের বিদায়ের পর বাংলাদেশ যখন হারের শঙ্কায় ঠিক এ সময় বাংলাদেশের পরিত্রাতা হয়ে আবির্ভূত হলেন সাকিব এবং মাহমুদউল্লাহ। দু’জনের জোড়া সেঞ্চুরিতে দলকে এনে দিল অবিশ্বাস্য এক জয়। আর অবিশ্বাস্য এ জয়ের পর সবাই মেতেছে সাকিব-রিয়াদের প্রশংসায়। এবার প্রতিপক্ষ দলের অধিনায়ক কেন উইলিয়ামসনও বাংলাদেশের জয়ের পুরো কৃতিত্ব দিলেন সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদকে।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে উইলিয়ামসন বলেন, ‘সাকিব-রিয়াদের জুটিটা দারুণ ছিল। প্রতিভাবান এই দুইজন ক্রিকেটার দলের বিপর্যয়ে উইকেটে এসে যেভাবে দুইশ ছাড়ানো জুটি গড়ল, যা এক কথায় দুর্দান্ত।’

Braver

এদিকে নিজেদের হার নিয়ে কিউই অধিনায়ক আরও বলেন, ‘বোলিংয়ে আমাদের শুরুটা দারুণ ছিল। সেই হিসেবে আমরা ভেবেছিলাম ২৬৫ জয়ের জন্য যথেষ্ট হবে। মাঝপথে এসেও মনে হয়েছে সাকিব-রিয়াদের জুটি ভাঙতে পারলে জিততে পারবো। তবে আমরা আরও কিছু রান করতে পারলে হয়তো ভালো হত। তিনশোর কাছাকাছি স্কোর করতে পারলে হয়তো লড়াইয়ে আসতে পারতাম।’

এমআর/জেআইএম

আরও পড়ুন